Varanasi Election Result: প্রকাশিত হলো ২০২৪ লোকসভা ভোটের ফলাফল, কষ্টে ফুটলো পদ্ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Varanasi Election Result: সারা দেশ জুড়ে ধুমধাম করে সম্পন্ন হয়েছে ভোট পর্ব। মোট সাতটি দফায় সর দেশে ভোট গ্রহণ করা হয়েছে। আর মঙ্গলবারই তার ফল প্রকাশ হয়েছে। এদিন গণনার শুরুতে রাজ্য এবং জাতীয় স্তরে নরেন্দ্র মোদীর এনডিএ এগিয়ে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ছবি বদলে যেতে থাকে। কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির জোট “ইন্ডিয়া” উঠে আসে খবরের শীর্ষে। গুরুত্বপূর্ণ আসন গুলিতে পদ্ম ফোটা এক প্রকার আশঙ্কা হয়ে উঠেছিল।

শেষ দফার গণনা পর্যন্ত বিজেপিকে সমানে সমানে টক্কর দেয় ইন্ডিয়া জোট। তবে শেষ মেশ স্বল্প ব্যবধানে হলেও তৃতীয় বারের জন্য প্রধান মন্ত্রী ঘোষিত হলেন নরেন্দ্র মোদী। এদিকে আগের লোকসভা ভোটে বঙ্গে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। কিন্তু এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ১২টি আসনে । পুরো ভারত জুড়ে এনডিএ এর ফল এক পাক্ষিক না হওয়ায় কার্যত বিরোধী শূন্য সরকার গঠনে অক্ষম রইল নরেন্দ্র মোদীর বিজেপি।

আরও পড়ুন »   গ্রাম পঞ্চায়েত নিয়োগের আবেদন কবে থেকে শুরু হবে | WB Gram Panchyat Recruitment 2024 

তবে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে দেশের দ্বিতীয় ত্রীনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখালেন মোদী। এই বিশেষ জয় পেয়েও সন্তুষ্ট নন মোদী। তবে তিনি সাংবাদিক সাক্ষাতকারে ধন্যবাদ এবং অভিবাদন জানিয়েছেন সকলকে। ইন্ডিয়া জোটের এই হঠাৎ ভালো ফল বিজেপির প্রধান নেতৃত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে এ বিষয়ে খুশির হাওয়া জোট শিবিরে। মাত্র 60 টি আসনের ব্যবধানে সরকার গড়ছেন মোদী যা ভবিষ্যতে বিজেপির পতন অনিবার্য করবে বলে ধারণা তাঁদের।

নরেন্দ্র মোদীর চেষ্টায় সম্প্রতি স্থাপন হয়েছে অযোধ্যার রাম মন্দির। সেই বিশেষ কেন্দ্রেও ফোটেনি পদ্ম। এই বিষয়ে বিশিষ্ট মহলের কয়েকজন জানিয়েছেন বিরোধী শূন্য সরকার গঠন হলে সরকারের মেরুদণ্ড যতটা শক্ত হয়, বিরোধী নিয়ে সরকার গঠন হলে তার চেয়ে আরও অনেক পরিষ্কার ও কঠিন সরকারকে দেখবে ভারত।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news