কেকেআরের অন্যতম যোদ্ধা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তার বাগদত্তা শ্রুতি রঘুনাথান এর সাথে। কিছুদিন আগেই শেষ হলো আইপিএল। আর সেখানেই নিজের ব্যাটের জাদুতে ঝোড়ো ৫২ রানের ইনিংস খেলেন ভেঙ্কটেশ। গোটা টুর্নামেন্ট জুড়ে চমৎকার পারফরমেন্স দিয়ে ২০২১ সাল থেকেই নাইটসের তারকা হয়ে উঠেছেন।
এবারেও ফাইনালে দুর্ধর্ষ ফর্মে থাকা প্যাট কামিন্সের হায়দ্রাবাদকে ১২০ রানের ভিতরেই বেঁধে ফেলে কেকেআরের বোলাররা। আর এরপরই জাদু দেখান ভেঙ্কটেশ। নিজের ৫২ রানের ঝোড়ো ইনিংস দিয়ে খেতাব জয়ের কাছে পৌঁছে দেন গম্ভীরের কলকাতাকে।
আর সেই উজ্জ্বল তারকা বিয়ে সারলেন নিজের পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে। ২০২৩ সালের শেষের দিকে আংটি বদল করে রাখলেও এবার মালা বদল সেরে নিলেন গোপনে। রবিবার সকালে গাঁটছড়া বাঁধেন ভেঙ্কটেশ ও শ্রুতি।
রবিবার সকলের পর থেকে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়তে থাকে সমাজ মাধ্যমে। কলকাতা সহ সকলেই শুভ কামনায় ভরিয়ে দিচ্ছে নব দম্পতিকে।বিশ্বকাপের বাজনার মধ্যে ভেঙ্কটেশ এর জীবনের এই বিশেষ দিনে কলকাতার সমর্থকেরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের।