Viksit Bharat 2047: ২০৪৭ এর মধ্যে বদলে যাবে দেশ বিকশিত হবে ভারত, মোদীর নয়া উদ্যোগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Viksit Bharat 2047: ২০২৩ সালের ডিসেম্বর মাসে একটি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ২০৪৭ এর প্রকল্পটির কথা ঘোষণা করেন। সেই ভিডিওতে তিনি ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ গুলির একটি হিসেবে সাজিয়ে তুলতে চেয়েছেন। ভারতকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে মজবুত করে তোলাই এই প্রকল্পের লক্ষ্য।

এর জন্য চারটি মূল ভিত্তি তিনি আলাদা করে বলেন:

  • ‌যুব সমাজ
  • ‌মহিলা
  • ‌গরীব
  • ‌ও কৃষক।

সমাজের উন্নতির স্বার্থে এই চার শ্রেণীর বিকাশ এবং কার্য উন্নতিই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে তাঁর প্রস্তাব। ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নতির শিখরে পৌঁছবে আর এই মাঝের সময়কে ভারতের অমৃত কাল বলা হচ্ছে। ২০২৪ সালের শুরুর একটি বৈঠকে তিনি মন্ত্রিবর্গকে আগামী পাঁচ বছরের ক্রিয়াকলাপ সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। কিছু দিনের মধ্যেই পুনরায় সরকার গঠন হবে তৃতীয় বারের জন্য দিল্লির সিংহাসনে বসবেন মোদী। আর এরপরই শুরু হবে ভারতের প্রস্তুতি। প্রযুক্তি ক্ষেত্রেও যাতে ভারত পিছিয়ে না থাকে সে বিষয়েও জোর দেওয়া হবে বলেই তিনি জানান।

আরও পড়ুন »   Kisan News: কৃষকদের জন্য সুখবর! সরকার কৃষকদের এসব সুবিধা দিচ্ছে
Viksit Bharat 2047: ২০৪৭ এর মধ্যে বদলে যাবে দেশ বিকশিত হবে ভারত, মোদীর নয়া উদ্যোগ
Viksit Bharat 2047: ২০৪৭ এর মধ্যে বদলে যাবে দেশ বিকশিত হবে ভারত, মোদীর নয়া উদ্যোগ

বিকশিত ভারত যোজনায় প্রাথমিক পর্যায় হিসেবে অর্থনৈতিক সচ্ছলতা, এলাকা ভিত্তিক উন্নয়ন , জীবন ধারণের মান বাড়ানো ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিকশিত ভারতের লক্ষ্যে ভারতের প্রত্যেক সাধারণ নাগরিককে নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে আসতে বলা হচ্ছে এবং নিজের মাতৃভূমির মঙ্গলে ব্রতি হতে বলা হচ্ছে। যুব সমাজকে এই প্রকল্পের কান্ডারী হিসেবে দেখছে ভারত সরকার। তাই যুবসমাজের উন্নতির স্বার্থে আরও বেশি জনকল্যাণ মূলক কাজ করতে চাইছে মোদী সরকার।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news