লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে।(ভাইরাল কাকা) সর্বত্র চলছে প্রচার-প্রচারণা। এদিকে এই প্রচারণায় প্রতিদিনই কোনো না কোনো ঘটনা বা কারো কথা ভাইরাল হচ্ছে। এত দিন বাংলায় ‘কালীঘাটের কাকু’ নিয়ে বকবক করার শেষ নেই। কালীঘাটের চাচা শিক্ষক নিয়োগে দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ।
কিন্তু এখন ভাইরাল হয়েছে ‘কেশপুরের কাকা।’ হ্যাঁ ঠিকই শুনেছেন। তিনি রীতিমতো রাজনৈতিক নেতাকে বাংলা ভাষার পাঠ পড়িয়েছিলেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে কে এই কেশপুরের কাকু? যার সঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ছবি তুলেছেন?
কে এই ‘কাকু’
মানুষের মুখে মুখে এখন ‘কেশপুরের কাকু’ নামটিই ঘুরপাক খাচ্ছে। কয়েকদিন আগে লোকসভা ভোটের প্রচারে কেশপুরে গিয়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। তার প্রচারণার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি বললেন, “আমি আজ কেশপুরে এসেছি। কী ভাষায় বলব বুঝতে পারছি না। আমার মনে ভাষা নেই।’এদিকে তিনি এই কথা বলতেই পাশ থেকে একজন ব্যক্তি বলে ওঠেন ‘বাংলা ভাষাতেই বলুন।’ আর সেই ব্যক্তিই এখন সর্বত্র ভাইরাল হয়েছে কেশপুরের কাকু বলে। হিরণ এবং এই ব্যক্তির ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে।
কেশপুরের কাকার সঙ্গে দেবের ছবি
এদিকে বুধবার কেশপুর থেকে কাকার সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। দেব ক্যাপশনে লিখেছেন, ‘সবাই কাকার ভক্ত। আমি কাকার ভক্ত।’ এরপরই নেটিজেনদের মন্তব্যে ভরে যায় দেবের কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘কাকা তুমি রক।’ আরেকজন লিখেছেন, ‘কাকু জিন্দাবাদ।’