উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আর কিছুদিন পরই শেষ হবে স্কুল জীবন। এরপর ছাত্র-ছাত্রীদের জীবনের নতুন মোড় ঘুরবে। কেউ উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হবেন আবার কেউ সাংসারিক চাপে পড়াশোনা ছেড়ে কাজে যুক্ত হবেন। এদিকে কলেজে পড়াশোনাকালীন সময়ে অনেকেই উপার্জন করতে চান। কিন্তু কীভাবে উপার্জন করবেন তার কোনো সঠিক রাস্তা জানা থাকে না।
তাই আজ এই প্রতিবেদনটি বিশেষ ভাবে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য লিখেছি, যারা পড়াশোনার সাথে সাথে মাস শেষে কিছু টাকা উপার্জন করতে চায়। আজ আপনাদের সঙ্গে ৮ ধরণের কাজের কথা শেয়ার করবো, যা আপনি বাড়িতে বসে আপনার অবসর সময়ে করতে পারবেন। অর্থাৎ পড়াশোনাও চলবে পাশাপাশি উপার্জনের রাস্তাও খুলবে যাবে। তাহলে চলুন দেরি না করে, পড়াশোনার ফাঁকে বাড়িতে বসে উপার্জনের সেরা ৮টি উপায় সম্পর্কে জেনে নিন-
পড়াশোনার ফাঁকে বাড়িতে বসে উপার্জনের সেরা ৮টি উপায়
১) ব্লগিং (Blogging): বর্তমান সময়ে ব্লগ উপার্জনের একটি অন্যতম উপায়। ব্লগিং আসলে তথ্য মূলক ওয়েবসাইট। ডিজিটাল নিউজ থেকে শুরু করে ভ্রমণ, পড়াশোনা, রেসিপি ইত্যাদি নানা বিষয় নিয়ে ব্লগিং করা যায়। যারা ব্লগিং করে তাদের ব্লগার বলা হয়। এটি করে অনেকেই প্রতি মাসে মোটা টাকা উপার্জন করছেন। এখান থেকে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার কিংবা তারও বেশি টাকা উপার্জন করা যায়।
২) পোডকাস্টিং (Podcasting): অনলাইনে এমন অনেক ধরণের কনটেন্ট রয়েছে যা মূলত অডিও ফরম্যাটে পাওয়া যায়। এই অডিও ফরম্যাট বিশিষ্ট কনটেন্টকেই পোডকাস্টিং বলা হয়। বর্তমান সময়ে পোডকাস্টিং হিসাবে অডিও স্টোরি টেলিং-র জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। অনেকেই বাড়িতে বসে এই কাজটি মাস শেষে ভালো টাকা আয় করছেন। এই কাজ করে প্রতি মাসে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা যায়।
৩) ডিজিটাল মার্কেটিং (Digital Marketing): বাড়িতে বসে আয়ের অন্যতম একটি উৎস ডিজিটাল মার্কেটিং। যাকে অনলাইন মার্কেটিং-ও বলা হয়। এর মধ্যমে কোনো একটি ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোশন করা হয় এবং গ্রাহকে সেই প্রোডাক্ট বা পরিষেবা নেওয়ার জন্য আগ্রহী করে তোলা হয়। পড়াশোনার পাশাপাশি এই কাজটি করে ৫০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা হয়।
৪) সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট (Social Media management): সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলো এমন ধরণের প্রক্রিয়া, যেখানে কনটেন্ট তৈরি, কনটেন্ট প্রকাশের সিডিউল তৈরি, গ্রো রিচ ইত্যাদি বিষয়গুলি পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হয়। আরও সহজ ভাবে বললে কোনো সংস্থা বা ব্যাক্তির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অপর কোনো এক ব্যাক্তির দ্বারা চালনা করাকেই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলে। পড়াশোনার পাশাপাশি এই কাজটি করা যায়।
৫) অনলাইন কোচিং (Online Coaching): এছাড়া আপনি যদি পড়াশোনায় বেশ ভালো হয়ে থাকেন, তাহলে পড়িয়েও মাস শেষে ভালো টাকা উপার্জন করা যাবে। করোনার সময় থেকে অনলাইন কোচিং-র জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। সেদিক থেকে এই কাজটিও করা যেতে পারে। আপনি যে বিষয়ে দক্ষ বা পারদর্শী সেই বিষয়ে অনলাইন কোচিং খুলতে পারেন। এখন অনেকেই অনলাইন কোচিং খুলে নাচ, গান, আঁকা ইত্যাদি শিখিয়ে ভালো টাকা আয় করছেন।
প্রয়োজনীয় লিঙ্ক:
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
টেলিগ্রাম চ্যানেল | Join Us |
ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজ | Follow Us |