WB Gram Panchayat Exam Practice Set 01 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০১, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 01:লোকসভা নির্বাচনের আগে একের পর এক সুখবর আছে সরকারি চাকরি প্রার্থীদের জন্য। কারণ রাজ্য সরকারের তরফ থেকে পরপর প্রকাশ করা হচ্ছে একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি। সম্প্রতি শেষ হলো পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ফুড এসআই পদে নিয়োগের লিখিত পরীক্ষা। এরই মধ্যে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। সরকারের তরফ থেকে উন্মোচন করা হয়েছে নতুন একটি পোর্টাল।

চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। বিপুল সংখ্যক কর্মী নিয়োগের এই সুযোগ একেবারেই হাতছাড়া করতে চান না আগ্রহী চাকরিপ্রার্থীরা। তাই ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন তারা। চাকরি প্রার্থীদের সেই প্রস্তুতির সুবিধার্থে আমরা নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের লিখিত পরীক্ষার প্র্যাকটিস সেট। বিগত কয়েক বছরের প্রশ্নপত্র গুলি মূল্যায়ন করে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। পরীক্ষার আগে অবশ্যই পড়ে রাখুন এই প্রশ্নের উত্তর গুলি।

আরও পড়ুন »   WB Gram Panchayat Exam Practice Set 02 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০২, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০১ (WB Gram Panchayat Exam Practice Set 01)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

১) সার্ক অর্থাৎ SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- কাঠমান্ডু

২) ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয়?

উত্তর:- হোমি জাহাঙ্গীর ভাবা

৩) প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?

উত্তর:- সিলিয়া

৪) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে?

উত্তর:- দয়ানন্দ সরস্বতী

৫) সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

আরও পড়ুন »   WB Gram Panchayat Exam Practice Set 03 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

উত্তর:- রাজস্থান

৬) পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি?

উত্তর:- মারিয়ানা খাত

৭) সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?

উত্তর:- বুধ

৮) ১৯০৫ সালের ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেছিলেন?

উত্তর:- পুলিনবিহারী দাস

৯) ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর:- Brussels, বেলজিয়াম

১০) লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে?

উত্তর:- মঙ্গলকে

১১) ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:- বরাহ মিহির

১২) পরশুরাম কার ছদ্মনাম?

উত্তর:- রাজশেখর বসু

১৩) ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল?

উত্তর:- পোখরান

১৪) ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী?

উত্তর:- মিথাইল আইসোসায়ানেট

১৫) পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে?

উত্তর:- শুক্র গ্রহকে

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news