পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন: 11,000/-যোগ্যতা: গ্র্যাজুয়েশন পাশ | WB Kanyashree Prakalpa Job 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে নিয়োগ (WB Kanyashree Prakalpa Job 2024)  এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের খবর। সেক্ষেত্রে সব চাকরিপ্রার্থী। আপনি যদি রাজ্যের জেলা পর্যায়ে জেলা প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের অধীনে কন্যাশ্রী প্রকল্পের এই নিয়োগের জন্য আবেদন করতে চান তবে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।

নিয়োগকারী সংস্থা:

  • পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা DM অফিসের অধীনে কন্যাশ্রী প্রকল্পে নেওয়া হবে কর্মী।

পদের নাম:

  • কন্যাশ্রী প্রকল্পের এই নিয়োগের মধ্য দিয়ে ডেটা ম্যানেজার (Data Manager) পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট থাকার পাশাপাশি প্রার্থীদের টাইপিং দক্ষতা থাকা দরকার।
আরও পড়ুন »   আধার কার্ড অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু, Aadhaar Card Office Job Recruitment 2024

প্রার্থীর বয়সসীমা:

  • 18 থেকে 37 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

  • নিয়োগের পর পর মাসিক বেতন 11,000/- টাকা থেকে শুরু হবে এখানে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া:

  • বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। বিভিন্ন ধাপে সব মিলিয়ে 100 নম্বর থাকছে। ধাপ অনুযায়ী নম্বরের বিভাজন নিচে দেওয়া হলো।
  • 1. লিখিত পরীক্ষা – 40 নম্বর
  • 2. কম্পিউটার টেস্ট – 50 নম্বর
  • 3. পার্সোনালিটি টেস্ট – 10 নম্বর 

আবেদন পদ্ধতি:

খুব সহজেই নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

  • 1. সেক্ষেত্রে নিচে দেওয়া অনলাইন আবেদনের লিংকে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম খুলে হবে।
  • 2. এই ফর্মটি খুব ভালো করে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।
  • 3. এক্ষেত্রে সবার প্রথমে পদের নাম সিলেক্ট করুন, নিজের নাম, অভিভাবকের নাম, ক্যাটাগরি, জেন্ডার, জাতীয়তা, জন্মতারিখ, বয়স, মোবাইল নম্বর, ইমেল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইত্যাদি তথ্য দিন।
  • 4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার আপলোড করে দিন।
  • 5. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আরও পড়ুন »   কো-অপারেটিভ ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ, বেতন:38,000/-যোগ্যতা:গ্র্যাজুয়েশন পাশ | Cooperative Bank Recruitment

আবেদনের সময়সীমা:

আগামী 16/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

প্রয়োজনীয় লিঙ্ক:

Official NotificationClick Here
Official WebsiteClick Here
অনলাইনে আবেদন করুনClick Here

Leave a comment

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news