আর কয়েকদিন পরেই পরীক্ষা। (WBPSC Food SI Practice Set 2), দেখে নিন এখনই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 2:আগামী ১৬ এবং ১৭ ই মার্চ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ফুড এসআই অর্থাৎ ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়াও চলছে। পরীক্ষার্থীদের মধ্যেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরীক্ষার্থীদের সেই প্রস্তুতির পথে সামিল হয়েছি আমরাও। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড এসআই পরীক্ষার দ্বিতীয় প্র্যাকটিস সেট। পরীক্ষার আগে অবশ্যই ঝালিয়ে নিন এই প্রশ্নোত্তর গুলি।

(WBPSC Food SI Practice Set 2)

ফুড এসআই পরীক্ষার ফ্রি প্র্যাকটিস সেট:-

রাজ্য সরকারি চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে আগামী ১৬ এবং ১৭ মার্চ। হাতে গোনা মাত্র এই কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের সুবিধার্থে বিগত বছর গুলির প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলিকে নিয়ে তৈরি করা হয়েছে এই দ্বিতীয় প্র্যাকটিস সেটটি। পরীক্ষার আগে অবশ্যই জেনে রাখুন নিম্নোক্ত প্রশ্নের উত্তর গুলি।

আরও পড়ুন »   ভারতে আসছে Xiaomi 14 সিরিজ, আগামী মাসেই লঞ্চ হবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপযুক্ত এই স্মার্টফোন
WBPSC Food SI Practice Set 2

১/১) পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং কোনটি?

[A] সিয়ারস টাওয়ার

[B] পেট্রোনাস টাওয়ার

[C] বিভাগ প্যালেস

[D] বুর্জ খালিফা

উত্তর:- [D] বুর্জ খলিফা

২/২) সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন?

[A] কলকাতা

[B] টোকিও

[C] সিঙ্গাপুর

[D] রেঙ্গুন

উত্তর:- [C] সিঙ্গাপুর

৩/৩) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়?

[A] সুরাট

[B] কলকাতা

[C] এলাহাবাদ

[D] মাদ্রাজ

উত্তর:- [A] সুরাট

৪/৪) জৈন ধর্মের কোন সম্প্রদায়ের মানুষরা কোনো বস্ত্র পরিধান করেন না?

[A] শ্বেতাম্বর

[B] দিগম্বর

[C] নিগ্রন্থ

[D] অরাহন্ত

উত্তর:- [B] দিগম্বর

৫/৫) কোন মহিলা প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন?

[A] নার্গিস দত্ত

[B] উমা দেবী

[C] দেবিকা রানী

[D] মমতা খাঁ

উত্তর:- [C] দেবিকা রানী

৬/৬) দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম কি?

[A] উওন

[B] কিয়াত

[C] র‍্যান্ড

আরও পড়ুন »   Garena Free Fire Redeem Code for 2 june : জিতুন ডায়মন্ড! ফ্রি ফায়ার কোড রিডিম থেকে

[D] লিরা

উত্তর:- [C] র‍্যান্ড

৭/৭) বোধগয়ায় মহাবোধি মন্দির কোন সম্রাট নির্মাণ করেন?

[A] গোপাল

[B] দেবপাল

[C] ধর্মপাল

[D] অশোক

উত্তর:- [D] অশোক

৮/৮) সাঁচী স্তুপ কোন সম্রাটের আমলে নির্মিত হয়?

[A] অশোক

[B] হর্ষবর্ধন

[C] কনিষ্ক

[D] সমুদ্রগুপ্ত

উত্তর:- [A] অশোক

৯/৯) চৌহান বংশের শাসনকালে ভারতের প্রধান দুটি শহর কোনগুলি?

[A] দিল্লি এবং মেবার

[B] মেবার এবং কোনৌজ

[C] ইন্দ্রপ্রস্থ এবং কোনৌজ

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] দিল্লি এবং মেবার

১০/১০) কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন?

[A] আরতি সাহা

[B] সন্তোষ যাদব

[C] বুলা চৌধুরী

[D] বাচেন্দ্রি পাল

উত্তর:- [A] আরতি সাহা

আপনাদের সুবিধার্থে এই ধরনের আরও প্র্যাকটিস সেট আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই। প্র্যাকটিস সেট গুলি পেতে অবশ্যই সংযুক্ত থাকুন আমাদের সঙ্গে।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news