সরকারি চাকরি প্রার্থীদের জন্য সামনেই আসছে এক বিশেষ সুযোগ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আয়োজন করা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের লিখিত পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষার দিন ধার্য করার পাশাপাশি অ্যাডমিট কার্ড ডাউনলোড করাও শুরু হয়ে গেছে। আগামী ১৬ এবং ১৭ মার্চ সম্পন্ন হবে এই পরীক্ষা।
ফুড এসআই পরীক্ষার ফ্রি প্র্যাকটিস সেট:- WBPSC Food SI Practice Set 4
আগামী ১৬ এবং ১৭ মার্চ ফুড এসআই পরীক্ষার জন্য ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে। পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে বিগত কয়েক বছরের প্রশ্নের সেটের ভিত্তিতে আপনাদের জন্য তৈরি করা হয়েছে এই পঞ্চম প্র্যাকটিস সেটটি। পরীক্ষার আগে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতির সময় অবশ্যই একবার অবশ্যই পড়ে নিন এই প্রশ্নোত্তর গুলি।
WBPSC Food SI Practice Set 4
১) কার সুপারিশে ভারতের রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে লোকসভা ভেঙে দিতে পারেন?
[A] এর সংখ্যাগরিষ্ট সদস্যের লিখিত অনুরোধে
[B] বক্তার লিখিত অনুরোধে
[C] উপরাষ্ট্রপতির পরামর্শে
[D] প্রধানমন্ত্রীর পরামর্শে
উত্তর:- [D] প্রধানমন্ত্রীর পরামর্শে
২) নীচের কোনটি সঠিক ভাবে মেলে?
[A] ভারত নাট্যম – তামিলনাড়ু
[B] কথাকলি – কেরালা
[C] কত্থক – উত্তর ভারত
[D] উপরের সকল
উত্তরঃ [D] উপরের সকল
৩) কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
[A] ফিনল্যান্ড
[B] নরওয়ে
[C] সুইডেন
[D] ডেনমার্ক
উত্তর:- [D] ডেনমার্ক
WBPSC Food SI Practice Set 4
৪) কোভালম কি?
[A] বাঁধ
[B] শহর
[C] বাজার
[D] সি বিচ
উত্তর:- [D] সি বিচ
৫) মোপলা বিদ্রোহ কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত ?
[A] বিহার
[B] কেরালা
[C] ইউপি
[D] বাংলা
উত্তর:- [B] কেরালা
৬) কোন মুঘল সম্রাট কাশ্মীর জয় করেন?
[A] শাহজাহান
[B] বাবর
[C] জাহাঙ্গীর
[D] আকবর
উত্তর:- [D] আকবর
৭) ঋগ্বেদে “পুরন্দর” কোন ঈশ্বরকে বলা হয়?
[A] সোমা
[B] বরুণ
[C] ইন্দ্র
[D] অগ্নি
উত্তর:- [C] ইন্দ্র
৮) কোন খেলার সাথে “অ্যাস্ট্রো টার্ফ” শব্দটি যুক্ত?
[A] টেনিস
[B] হকি
[C] ক্রিকেট
[D] জিমনাস্টিক
উত্তর:- [B] হকি
WBPSC Food SI Practice Set 4
৯) চোল রাজবংশ কে স্থাপন করেন?
[A] রাজরাজা
[B] কুললোতুঙ্গা
[C] বিজলালয়
[D] রাজেন্দ্র চোল
উত্তর:- [C] বিজলালয়
১০) মুদ্রাস্ফীতি মাধ্যমে কোনটি পরিমাপ করা হয় ?
[A] ব্যাংক রেট
[B] রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রচারিত অর্থ
[C] মূল্য সূচক
[D] এর কোনটিই নয়
উত্তর:- [C] মূল্য সূচক

বিগত কয়েক বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলির ভিত্তিতে আমরা আরো অনেক প্রশ্নোত্তর নিয়ে আসবো আপনাদের সামনে। সেগুলি জানতে অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।