WBPSC Food SI Practice Set 6 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর তত্ত্বাবধানে (WBPSC Food SI Practice Set 6)ফুড এসআই বা ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের লিখিত পরীক্ষাটি সম্পন্ন হতে চলেছে আগামী সপ্তাহে। আগামী ১৬ এবং ১৭ মার্চ এই পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার জন্য অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়াও চলছে। এই সময় পরীক্ষার্থীরাও সেরে রাখছেন তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। পরীক্ষার্থীদের সেই চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে সাহায্য করতে আমরাও নিয়ে এসেছি এই চতুর্থ প্র্যাকটিস সেটটি। বিগত কয়েক বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলিকে বাছাই করে এই সপ্তম প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। পরীক্ষার আগে অবশ্যই পড়ে রাখুন অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্ন গুলি।

ফুড এসআই পরীক্ষার ফ্রি প্র্যাকটিস সেট:-(WBPSC Food SI Practice Set 6)

যেসব পরীক্ষার্থীরা সরকারি চাকরির পরীক্ষার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না তারা ইতিমধ্যেই ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিভিন্ন ধরনের বই পত্র পড়ার পাশাপাশি প্র্যাকটিস সেটগুলির প্রশ্ন গুলি পরীক্ষার আগে একবার ঝালাই করে নেওয়া অতি গুরুত্বপূর্ণ। কারণ বিগত কয়েক বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে একত্র করেই তৈরি করা হয়েছে এই সপ্তম প্রাকটিস সেটটি। 

                                                               WBPSC Food SI Practice Set 6

১) নীলদর্পণ -এর রচয়িতা কে ছিলেন?

[A] রবীন্দ্রনাথ ঠাকুর

[B] দীনবন্ধু মিত্র

[C] গিরিশচন্দ্র ঘোষ

[D] বিপিনচন্দ্র পাল

উত্তর:- [B] দীনবন্ধু মিত্র

২) AGMARK নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত?

[A] শিল্প

[B] ভারতীয় রেল

[C] কৃষিদ্রব্য

[D] কৃষি সংক্রান্ত অর্থ

উত্তর:- কৃষিদ্রব্য

৩) ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল?

[A] 1930

[B] 1935

[C] 1947

[D] 1951

উত্তর:- 1935

৪) ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসেবে কোন দিনটি পালন করা হয়?

[A] সেপ্টেম্বর 12

[B] সেপ্টেম্বর 14

[C] সেপ্টেম্বর 16

[D] সেপ্টেম্বর 20

উত্তর:- সেপ্টেম্বর 16

৫) কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই?

[A] মার্কিন যুক্তরাষ্ট্র

[B] ইউনাইটেড কিংডম

[C] কানাডা

[D] ফ্রান্স

উত্তর:- কানাডা

         WBPSC Food SI Practice Set 6

৬) অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি?

[A] অমরাবতী

[B] সেকেন্দ্রাবাদ

[C] হায়দ্রাবাদ

[D] বিশাখাপত্তনম

উত্তর:- [A] অমরাবতী

৭) রাজ্যসভার চেয়ারম্যান কে?

[A] বিরোধী দলের নেতা

[B] রাষ্ট্রপরি মনোনীত সদস্য

[C] ভারতের উপ-রাষ্ট্রপতি

[D] উপ-রাষ্ট্রপতি

উত্তর:- ভারতের উপ-রাষ্ট্রপতি

৮) পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয়?

[A] তামা

[B] প্লাটিনাম

[C] লোহা

[D] সিসা

উত্তর:- সিসা

৯) কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন?

[A] বাবর

[B] আকবর

[C] শাহজাহান

[D] ঔরঙ্গজেব

উত্তর:- [A] বাবর

১০) কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না?

[A] আসাম

[B] পশ্চিমবঙ্গ

[C] ওড়িশা

[D] অন্ধ্রপ্রদেশ

উত্তর:- [B] পশ্চিমবঙ্গ

         WBPSC Food SI Practice Set 6

১১) নিচের কোনটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী?

[A] টালপা

[B] একিডনা

[C] টেরোপাস

[D] লেমুর

উত্তর:- একিডনা

১২) অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন?

[A] প্রথম দেবরায়

[B] দ্বিতীয় দেবরায়

[C] বীর নরসিংহ

[D] কৃষ্ণদেব রায়

উত্তর:- [D] কৃষ্ণদেব রায়

১৩) একটি পরিবর্তিত মৃদগত কাণ্ডের নাম কি?

[A] গাজর

[B] আলু

[C] চীনেবাদাম

[D] শালগম

উত্তর:- আলু

১৪) পোলাভারম প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কযুক্ত?

[A] কাবেরী

[B] পেন্নার

[C] কৃষ্ণা

[D] গোদাবরী

উত্তর:- [D] গোদাবরী

১৫) পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

[A] লর্ড মাউন্টব্যাটেন

[B] মহম্মদ আলী জিন্না

[C] সৈয়দ আমির আলী

[D] মহম্মদ শেখ আবদুল্লা

উত্তর:- [B] মহম্মদ আলী জিন্না

বিগত কয়েক বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলির ভিত্তিতে আমরা আরো অনেক প্রশ্নোত্তর নিয়ে আসবো আপনাদের সামনে। সেগুলি জানতে অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment