এবার WhatsApp-থেকে হবে বিদেশে পেমেন্ট! শুধু করতে হবে এই কাজ | WhatsApp International Payment

আর্থিক লেনদেনের ক্ষেত্রে(WhatsApp International Payment) ভারতে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে UPI ব্যবস্থা। যে ব্যবস্থার মাধ্যমে দেশের নাগরিকরা সহজেই মোবাইল নম্বর, কিউআর কোড স্ক্যান করে অথবা অন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। এছাড়াও দোকানে বা কোথাও কিছু কেনাকাটা করার পরে সহজেই অর্থ প্রদান করা যেতে পারে। এছাড়াও, এই ব্যবস্থার আবির্ভাবের সাথে, খুচরা নিয়ে ঝামেলার দিন শেষ হয়েছে।

ইউপিআই ব্যবস্থা একসময় কেবলমাত্র ভারতের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন এই ব্যবস্থা বিদেশের বিভিন্ন জায়গাতেও চালু করা হয়েছে অর্থাৎ যদি ভারতীয়রা যে সকল দেশে ইউপিআই পরিষেবা চালু হয়েছে। (WhatsApp International Payment)সে সকল দেশে যান তাহলে সেখানেও ইউপিআই-এর মাধ্যমে স্ক্যান করে আর্থিক লেনদেন করতে পারবেন। আর এই ক্ষেত্রেই এবার নতুন এক পরিষেবা চালু করে দিল WhatsApp।

এবার WhatsApp-এর মাধ্যমেও বিদেশে পেমেন্ট (WhatsApp International Payment) করা যাবে। পরীক্ষামূলকভাবে এমন পরিষেবা চালু করা হয়েছে বলেই জানা যাচ্ছে সংস্থা সূত্রে এবং এই সংক্রান্ত একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। খুব তাড়াতাড়ি নতুন এই পরিষেবা প্রতিটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। তবে এই পরিষেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের একটি কাজ করতে হবে।

WhatsApp International Payment
WhatsApp International Payment

মূলত ভারত ছাড়াও যে সকল দেশে ইউপিআই পরিষেবা চালু করা হয়েছে, সেই সকল দেশে ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে Gpay, PhonePe-র জনপ্রিয়তা রয়েছে। এমনকি এই সকল সংস্থা ছাড়া অন্য কোন সংস্থা এমন আন্তর্জাতিক পরিষেবা দেয় না বলেও জানা যাচ্ছে। এই তালিকায় এবার whatsapp নিজের নাম লেখানোর পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই বাজারে প্রতিযোগিতা শুরু হবে।

হোয়াটসঅ্যাপ-এর আন্তর্জাতিক পেমেন্ট সংক্রান্ত যে স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে ঠিক তার নিচেই ইন্টারন্যাশনাল পেমেন্টস অপশনটি যোগ করা হয়েছে। ডিফল্ট অপশন হিসাবে এটি যোগ হলেও তা কিন্তু সক্রিয় থাকবে না অর্থাৎ অফ থাকবে। এখন যে সকল গ্রাহকরা বিদেশে গিয়ে হোয়াটসঅ্যাপ ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চাইবেন তাদের ওই অপশন অন করতে হবে। এছাড়াও, আপনি কতক্ষণ এটি চালু করতে চান তাও সেখানে উল্লেখ করা উচিত। নতুন পরিষেবাটি এখন ট্রায়ালে রয়েছে এবং শীঘ্রই সমস্ত গ্রাহকদের কাছে চালু করা হবে, সূত্র জানিয়েছে।

প্রয়োজনীয় লিঙ্ক:

WhatsApp GroupJoin Now
Telegram GroupJoin Now

1 thought on “এবার WhatsApp-থেকে হবে বিদেশে পেমেন্ট! শুধু করতে হবে এই কাজ | WhatsApp International Payment”

Leave a comment