WhatsApp Pin Chat Feature: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার গুরুত্বপূর্ণ মেসেজ রাখা যাবে ‘পিন’ করে! কীভাবে জেনে নিন – How TO Make Money

WhatsApp Pin Chat Feature: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার গুরুত্বপূর্ণ মেসেজ রাখা যাবে ‘পিন’ করে! কীভাবে জেনে নিন

হোয়াটসঅ্যাপ (WhatsApp Pin Chat Feature) চ্যাটে এবার নতুন ফিচার চালু হতে চলেছে। গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পেতে তাকে পিন করে রাখার সুবিধা পাবেন গ্রাহকেরা। এতদিন পর্যন্ত গ্রাহকরা হোয়াটসঅ্যাপ চ্যাটে যে কোনও কনট্যাক্ট বা গ্রুপে পিন করে রাখার অপশন পেতেন। এবার থেকে চ্যাটবক্সের মধ্যে মেসেজকে পিন করে রাখার সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। এই নতুন ফিচার সম্পর্কে সম্প্রতি খোলসা করেছে মেটা।

নতুন ফিচারে কী বলা হচ্ছে (WhatsApp Pin Chat Feature)?

হোয়াটসঅ্যাপ (WhatsApp Pin) চ্যাটবক্সে আগে যে কোনও মেসেজ ‘স্টার মার্ক’ রাখার সুবিধা ছিল আগে। সেই সঙ্গে এতদিন কনট্যাক্টও ‘পিন’ রাখার সুবিধা ছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট এবং ওয়ান টু ওয়ান চ্যাট। ফলে কম সময়ে দ্রুত প্রয়োজনীয় মেসেজ খুঁজে পেতে খুব সুবিধা হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। একটি মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজকে পিন করে রাখার সুবিধা পাওয়া যাবে এই ফিচারে।

আর কী কী সুবিধা থাকবে পিনে(WhatsApp Pin Chat Feature)

আরও জানা গিয়েছে, এই নতুন ফিচারের মধ্যে গ্রাহকরা লেখা, পোল ইমেজ, ছবি এবং ইমোজিও পিন করে রাখার সুবিধাও পাবেন। সমস্ত মেসেজ পিনড্ চ্যাটে অন্য মেসেজের মতো এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে।হোয়াটসঅ্যাপে (WhatsApp Pin Chat Feature) যে পিন মেসেজ ফিচার চালু রাখার কথা বলেছে মেটা, সেখানে গ্রাহকরা একটি মেসেজের একেবারে উপরে একটা মেসেজকে পিন রাখার সুবিধা পাবেন। এই পিনের সময় সীমা থাকবে পছন্দ অনুসারে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৩০ দিন। গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজতে গিয়ে যাতে সময় নষ্ট না হয় তাই মেসেজ পিনের ফিচার চালু করা হয়েছে।

WhatsApp Pin Chat Feature
WhatsApp Pin Chat Feature

হোয়াটসঅ্যাপ পিন চ্যাট ফিচার কীভাবে কাজ করবে?

  • হোয়াটসঅ্যাপের (WhatsApp Pin Chat Feature) যে কোনও চ্যাটের উপর ট্যাপ বা বেশিক্ষণ ধরে চেপে রাখতে হবে।
  • এরপর তিনটি ডটের মেনু থেকে পিন অপশন বেছে নিয়ে তাকে নির্বাচন করতে হবে।
  • হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কত দিনের জন্য পিন করা হবে তা জানতে চাওয়া হবে।
  • ডিফল্ট হিসাবে ৭ দিন অপশন থাকবে। এছাড়াও ২৪ ঘণ্টা এবং ৩০ দিনের জন্য অপশন পাবেন গ্রাহকেরা।
  • তবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এডমিনরাই কেবল পিন ব্যবহার করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top