২০২৪ সালের লোকসভা ভোটকে ঘিরে উত্তেজনায় গুঞ্জন করছে বাংলা সহ গোটা দেশ। ইতিমধ্যেই ৫ দফা ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।(Locket Chatterjee) এখন ২৫ মে ষষ্ঠ রাউন্ডের ভোটের দিন। মানুষ এরই মধ্যে আঙুল গোনা শুরু করেছে। তবে এবারের নির্বাচনের পরিবেশে এক ধরনের বোমা ফাটালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। এই হুগলি কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি যা বললেন তা শুনে সকলেই অবাক।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের তালিকা দেখে সবার বিস্ময়ের শেষ ছিল না। ‘বোনাস’ হিসেবে ঘোষণা করা হয় রচনা ব্যানার্জির নাম। লকেটের বিরুদ্ধে রচনার নাম ঘোষণা করে সবাইকে চমকে দিল বাংলার শাসক দল। দুজনেই রুপোলী জগতের মানুষ।(Rachana Banerjee) তাদের সময়ে জোরালো অভিনয় করেছেন। তবে রাজনীতির মাঠে তারা দুজনের শক্তি দেখতে পাবেন তা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি।
যদিও গতকাল হুগলিতে ভোট হয়েছে। লকেটকে গতকাল লড়াইয়ের মেজাজে দেখা গেছে। তবে এবার রচনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল তাকে। লকেট রচনাকে বিজেপিতে যোগ দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, “অনেক আগে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। খবর আমার কাছে এসেছিল। ভুল করে তৃণমূলে চলে গিয়েছিলেন। যদি সত্যিকারের রাজনীতি করতে চান, বিজেপিতে আসুন।
হুগলীর বিদায়ী সাংসদ আরও বলেন, ‘রচনা কী করেছেন জানি না। তবে ৭ টাতেই টায়ার্ড হয়ে গেলেন! পরীক্ষার দিনই প্রার্থী যদি সকাল ৭ টায় ক্লান্ত হয়ে যান, তাহলে বাকি কর্মীরা কী করবেন।’ বিধায়ক অসীমা পাত্রও রচনার সঙ্গে থাকতেন না বলে দাবি করেন লকেট।