ভারতে আসছে Xiaomi 14 সিরিজ, আগামী মাসেই লঞ্চ হবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপযুক্ত এই স্মার্টফোন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দীর্ঘদিন ধরে Xiaomi 14 স্মার্টফোন লঞ্চ হওয়া নিয়ে গুজব শোনা যাচ্ছিল। অবশেষে ধোঁয়াশা কাটলো। খুব শীঘ্রই ভারত সহ বিশ্ব বাজারে বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi-র নতুন ফ্ল্যাগশিপ Xiaomi 14। Xiaomi নিশ্চিত করেছে যে, আগামী ২৫সে ফেব্রুয়ারী বিশ্ব বাজারে লঞ্চ করা হবে তাদেরনতুন ফ্ল্যাগশিপ এবং ৭ই মার্চ ভারতের বাজারে মুক্তি পাবে স্মার্টফোনটি।

আগামী মাসেই ভারতের বাজারে আসবে Xiaomi 14

Xiaomi 14 সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে। যেখানে Xiaomi 14, Xiaomi 14 Pro এবং Xiaomi 14 Ultra নাম বাজারে লঞ্চ করা হবে। আজ Xiaomi India তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট এই বিষয়ে নিশ্চিত তথ্য দিয়েছে। জানা যাচ্ছে, শুধুমাত্র Xiaomi 14 সিরিজের ভ্যানিলা ভেরিয়েন্টটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন »   Garena Free Fire Redeem Code for 2 june : জিতুন ডায়মন্ড! ফ্রি ফায়ার কোড রিডিম থেকে

Xiaomi 14 সিরিজের দাম:

আগামী ২২সে ফেব্রুয়ারী চীনের বাজারে লঞ্চ করা হবে Xiaomi 14 সিরিজ। তথ্য অনুযায়ী, শামিও ১৪ সিরিজের দাম শুরু হচ্ছে ৩,৯৯৯ চীনা ইউয়ান থেকে ৪,৯৯৯ চীনা ইউয়ান-এ। যা ভারতীয় মূল্যে ৪৫ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা। ৮/২৫৬ জিবি বেস ভেরিয়েন্টটি ৫০ হাজার টাকা থেকে পাওয়া যাবে। যেখানে টপ ভেরিয়েন্টের দাম পড়বে ৬০ হাজার টাকা। যদিও Xiaomi India-র পক্ষ থেকে অফিসিয়াল ভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি। দাম কিংবা স্পেশিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি।

Xiaomi 14 সিরিজের সম্ভাব্য স্পেশিফিকেশন:

  • এই স্মার্টফোনটিতে ৬.৩৬ ইঞ্চি LTPO OLED প্যানেল ডিসপ্লে দেওয়া থাকবে, যা ১২০Hz রিফ্রেশ রেট ও ৩০০০ নিটস ব্রাইটনেস দেবে।
  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। যেখানে ৫০ MP প্রাইমারি সেন্সর, ৫০ MP টেলিফটো, ৫০ MP আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর লাগানো থাকবে। এছাড়া ৩২MP ফ্রন্ট ক্যামেরা লাগানো থাকবে।
  • ব্যাটারির কথা বললে ৪৬১০mAh ব্যাটারি ক্যাপাসিটি লাগানো হবে। যেখানে ৯০W ওয়ার ফাস্ট চাজিং এবং ৫০W ওয়ারলেশ চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন »   12 জুন লঞ্চের আগে ভারতে Xiaomi 14 Civi-এর দাম লিক

প্রয়োজনীয় লিঙ্ক:

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news