YES Bank Recruitment 2024 | কিভাবে আবেদন করবেন দেখুন – How TO Make Money

YES Bank Recruitment 2024 | কিভাবে আবেদন করবেন দেখুন

যেসব চাকরি প্রার্থী ব্যাংকিং সেক্টরে নিজের কর্মজীবন শুরু করতে আগ্রহী তাদের জন্য দারুন খবর। ভারতের বড়ো বড় প্রাইভেট ব্যাংক গুলির মধ্যে অন্যতম ইয়েস ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবেন, বয়সসীমা, বেতন সমস্তকিছু সম্পর্কে জানতে পুরো প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন!

পদের নাম:
ইয়েস ব্যাংকের সিনিয়র ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ :(YES Bank Recruitment 2024)
বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট শূন্যপদের কথা উল্লেখ করা নেই।

বেতন কাঠামো:
উপরে উল্লেখিত পোস্টে চাকরি পেলে তাদের ইয়েস ব্যাংকের স্যালারি লিস্ট অনুযায়ীই বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:
উপরের পদ গুলিতে আবেদনের জন্য আগ্রহীদের অবশ্যই MBA/PGDBM বা সমান মানের ডিগ্রী থাকতে হবে।

আবেদন পদ্ধতি :(YES Bank Recruitment 2024)
প্রথমে প্রার্থীদেরকে ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি খুঁজে বের করতে হবে। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে আবেদন ফর্মটি পূরণ করে যাচাই করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথি স্কানের মাধ্যমে আপলোড করে দিতে হবে। এরপর সাবমিট বোতামটি টিপতে হবে।

YES Bank Recruitment 2024

আবেদনের খরচ :
এই পোস্টে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবেনা।

সময়সীমা : ১৮/৬/২০২৪ থেকে আবেদন শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫/৮/২৪ তারিখ পর্যন্ত।

নির্বাচন পদ্ধতি: আবেদনকারীদের লিখিত পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে শর্ট লিস্ট বের করা হবে। এই লিস্টের ভিত্তিতে ডাকা হবে ইন্টারভিউতে। ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই কর্মী নিয়োগ করবে Yes Bank।

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল ওয়েবসাইটwww.yesbank.in
আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView More
Scroll to Top