Railways Rules: প্রতিদিন দেশের প্রায় দুই কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য ভারতীয় রেলের ওপর নির্ভর করে। এই যাত্রীদের মধ্যে যাত্রীদের একটি বড় অংশ দূরপাল্লার ট্রেনে যাতায়াত করে। দূরপাল্লার ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের আসন সংরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ।(Railways Rules) এ কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন।
দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ যাত্রীই স্লিপার ক্লাস বা তিন স্তরের কোচে যাতায়াত করেন। এসব কোচে যাতায়াতের জন্য রেলের বেশ কিছু নিয়ম রয়েছে।রেলের সেই সকল নিয়ম অনুযায়ী প্রত্যেক যাত্রীদের নিয়ম (Indian Railways Rules) মেনেই যাতায়াত করতে হয়।
রেলওয়ের যতগুলো নিয়ম আছে তার মধ্যে একটি নিয়ম হলো রেলওয়ে নির্দিষ্ট সময়ে যাত্রীদের তাদের সিটে বসতে দেয় না। অনেকেই এই নিয়ম না জেনেই সমস্যায় পড়েন। সেজন্য সেই নিয়ম জানা বাধ্যতামূলক। এই রেলের নিয়ম অনুসারে আপনি নিশ্চিত টিকেট রিজার্ভ করলেও কিছু নির্দিষ্ট সময় আছে যখন আপনি আপনার সিটে বসতে পারবেন না।
এই নিয়ম মধ্যম বার্থ যাত্রীদের জন্য। আসলে, মিডল বার্থ একটি খুব ঝামেলাপূর্ণ বার্থ। রেলওয়ের নির্দেশিত ৮ ঘণ্টার মধ্যেই বার্থ ব্যবহার করা যাবে। বাকি সময় সেই বার্থটি ব্যবহার করা যাবে না, যার কারণে যাত্রীরা অন্যান্য যাত্রীদের মতো একই পরিমাণ ট্রেনে ভ্রমণ করলেও দিনে ১৬ ঘন্টা সেই সিটে বসতে বা ঘুমাতে পারে না। যাত্রীরা শুধুমাত্র ৮ ঘন্টার জন্য মধ্যম বার্থ ব্যবহার করতে পারেন।

মিডল বার্থ সংক্রান্ত রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০টার পর যাত্রীদের মিডল বার্থ ব্যবহার করে ঘুমাতে দেওয়া হয়। মিডল বার্থের যাত্রীদের বাকি সময়ে নিচের বার্থ ব্যবহার করতে হয়।এক্ষেত্রে রাত ১০ টা থেকে সকল ৬টা বাদে লোয়ার বার্থের যাত্রীও আবার মিডিল বার্থের যাত্রীকে লোয়ার বার্থ ব্যবহার করার ক্ষেত্রে বাধা দিতে পারেন না। রাতের ওই ৮ ঘন্টা বাদ দিয়ে সারাদিনের বাকি ১৬ ঘন্টা লোয়ার বার্থ এবং মিডিল বার্থের যাত্রী লোয়ার বার্থ শেয়ার করে জেতে বাধ্য।