পাঁচ বছরের রিটার্ন পাবেন ২০ লক্ষ টাকা, এই ইনভেস্টমেন্ট করবে মালামাল জানুন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মানুষের রোজকার জীবনের অনিশ্চয়তা কাটাতে ভবিষ্যতের একটি পোক্ত ব্যবস্থা করে রাখা বাধ্যতামূলক হয়ে উঠেছে। দুর্ঘটনা যেকোনো সময় আসতে পারে শুধু সেই দুর্ঘটনার সাথে মোকাবিলা করার মতো ক্ষমতা জোগাড় করে রাখতে হবে গোড়া থেকেই। আর লাভদায়ক মাধ্যম হিসেবে এখন মিউচুয়াল ফান্ডের নাম সবার আগে উঠে আসছে। একমাত্র মিউচুয়াল ফান্ডেই পাঁচ বছরে কুড়ি লক্ষ টাকার বেশি রিটার্ন পাওয়া সম্ভব। তবে তার জন্য করতে হবে মান্থলি SIP তে বিনিয়োগও। মাসে কত টাকা বিনিয়োগ করবেন? জানুন এখনই।

মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞরা সাধারণত মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ দীর্ঘ সময়ের জন্য করতে বলে থাকেন। কিন্তু সবসময় পরিস্থিতি তো হাতের মধ্যে থাকেনা। হয়তো দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের সুযোগ সবাই পেলনা সেক্ষেত্রে অন্তত পক্ষে পাঁচ বছরের বিনিয়োগেই মিলবে মোটা অংকের রিটার্ন । MF এ সাধারণত দীর্ঘ সময়ের বিনিয়োগে বছরে ১২ শতাংশ সুদে রিটার্ন পাওয়া যায়। এবং সেটি দীর্ঘমেয়াদি হলে যদি আপনি প্রথম বছর মোট ১০০ টাকা পান সুদ হিসেবে তবে পরের বছর জমাকৃত আসল ছাড়াও ওই ১০০ টাকা সুদের উপরেও আবার ১২ শতাংশ সুদ মিলবে।

আরও পড়ুন »   Income Tax Savings: হাতে থাকবে টাকা,আয়কর বাঁচানোর সহজ উপায় জেনে নিন।

অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হারে বাড়তে থাকবে মূলধনের পরিমাণ। এই সুবিধা নিতে যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করবেন রিটার্ন ও পাবেন তত বেশি। তাই মোটামুটি ১০ বছরের জন্য বিনিয়োগ করা সব থেকে বেশি লাভ দায়ক। তবে সময়ের অভাবে পাঁচ বছরেও মিলবে কুড়ি লক্ষ টাকার মোটা রিটার্ন। এর জন্য কোনো ব্যক্তি যদি মাসে ২৫ হাজার টাকার SIP করেন তবে সেক্ষেত্রে তিনি বছরে জমাচ্ছেন তিন লক্ষ টাকা। অর্থাৎ পাঁচ বছরে তিনি জমাবেন পনেরো লক্ষ টাকা।

পাঁচ বছরের রিটার্ন পাবেন ২০ লক্ষ টাকা, এই ইনভেস্টমেন্ট করবে মালামাল জানুন বিস্তারিত
পাঁচ বছরের রিটার্ন পাবেন ২০ লক্ষ টাকা, এই ইনভেস্টমেন্ট করবে মালামাল জানুন বিস্তারিত

এবং এই পাঁচ বছরে ওই জমা অর্থের উপর সম্ভবত সুদ পাবেন ৫ লক্ষ ৬২ হাজার ১৫৯ টাকা। অর্থাৎ মোট ২০,৬২,১৫৯ টাকার একটি রিটার্ন আপনি পাবেন মাত্র পাঁচ বছরের বিনিয়োগে। সন্তানের উচ্চশিক্ষা হোক বা বিবাহ হাতে পাঁচ বছর সময় নিয়ে এখনই বিনিয়োগ শুরু করুন।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news