জলের দরে ৮,৯৪৯/- টাকায় মিলছে রিয়েলমির ৫০ এমপি ক্যামেরার ফোন, অফার আর মাত্র একদিনের। কোথায় জানুন – How TO Make Money

জলের দরে ৮,৯৪৯/- টাকায় মিলছে রিয়েলমির ৫০ এমপি ক্যামেরার ফোন, অফার আর মাত্র একদিনের। কোথায় জানুন

ভারতের বাজার ছেয়ে আছে অনেক নামি দামী কোম্পানির মোবাইলে। এই সবের উপর যদি নামী কোম্পানির কোনো দামী ফোন মেলে সস্তায় তবে সেটি তো সোনায় সোহাগা হয় সকলের জন্যই। কাছের কাউকে উপহার দিতে হোক বা নিজের জন্য হাজারো ফোনের মাঝে লাভদায়ক হতে পারে রিয়েলমির এই Narzo 50A Prime মোবাইলটি। থাকছে ৫০ এমপির ক্যামেরা সহ ৫০০০ mAh এর ব্যাটারি। এই বিশেষ ফিচার ওয়ালা স্মার্টফোনটি প্রথম লঞ্চ করা হয় ২০২২ সালে।

প্রথমে ফোনটি নেওয়ার ক্ষেত্রে ধার্য দাম রাখা হয় ১৩,৪৯৯ টাকা, পরে ২০০০ টাকার ছাড় দিয়ে এর দাম ধরা হয় ১১,৪৯৯। আর এবার ফ্লিপকার্টের মেগা জুন বোনাঞ্জা সেলে এই এক্সট্রা ফিচার্স সহ ফোনটির দাম পড়ছে ৯০০০ টাকারও কম। তবে তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম থাকছে। স্মার্ট ফোনটি আসছে ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ। এক্ষেত্রে যদি কারো ফ্লিপকার্ট পেমেন্ট ব্যাংক বা HDFC ব্যাংকের কার্ড থাকলে অতিরিক্ত ৮৯৫ টাকার ছাড় পাওয়া যাবে। তবে এক্ষেত্রে গ্রাহকরা চাইলেও পাবেনা কোনো এক্সচেঞ্জের সুযোগ। সেলটি চলবে ১৯ শে জুন পর্যন্ত। অর্থাৎ আজই শেষ সুযোগ ফোনটি নেওয়ার।

এই স্মার্ট ফোনটিতে ৬০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে পাওয়া যাবে যার রেজোলিউশন ১০৮০*২৪০৮ পিক্সেল। সঙ্গে থাকছে অক্টাকোর টি৬১২ প্রোসেসর এবং থাকবে ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। এর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও মাইক্রো sd ব্যবহার করে এক টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। সাথে থাকবে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট।

জলের দরে ৮,৯৪৯/- টাকায় মিলছে রিয়েলমির ৫০ এমপি ক্যামেরার ফোন, অফার আর মাত্র একদিনের। কোথায় জানুন
জলের দরে ৮,৯৪৯/- টাকায় মিলছে রিয়েলমির ৫০ এমপি ক্যামেরার ফোন, অফার আর মাত্র একদিনের। কোথায় জানুন

থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ সহ । পাওয়ার বাটনে থাকছে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি একটি 4G LTE স্মার্ট ফোন। এবং এর চার্জিং কেবিলটি হবে টাইপ সি ক্যাটাগরির।

Scroll to Top