WBPSC Food SI Practice Set 1 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 1:- সরকারি চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য সামনেই আসছে এক সুবর্ন সুযোগ। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আয়োজন করা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের লিখিত পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষার দিন ধার্য করা হয়ে গেছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে। আগামী ১৬ এবং ১৭ মার্চ সম্পন্ন হবে এই পরীক্ষা। 

ফুড এসআই পরীক্ষার ফ্রি প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 1)

WBPSC Food SI Practice Set 1:- আগামী ১৬ এবং ১৭ মার্চ ফুড এসআই পরীক্ষার জন্য ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে। হাতে গোনা এই কয়েকদিনের মধ্যেই সেরে ফেলতে হবে প্রস্তুতি পর্ব। পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে বিগত কয়েক বছরের প্রশ্নের সেটের ভিত্তিতে আপনাদের জন্য তৈরি করা হয়েছে নিম্নোক্ত এই প্র্যাকটিস সেটটি। পরীক্ষার আগে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতির সময় অবশ্যই একবার ঝালিয়ে নিন এই প্রশ্নোত্তর গুলি।

WBPSC Food SI Practice Set 1

১) গান্ধীজি লবণ সত্যাগ্রহ কবে পালন করেন?

[A] 1929

[B] 1930

[C] 1931

[D] 1932

আরও পড়ুন »   Jio Offer: সহজ হবে আইপিএল দেখা, ২০ জিবি ডেটা ফ্রি দেবে Jio

উত্তর:- [B] 1930

২) রাজ্যসভার সভাপতিত্ব কে করেন?

[A] ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

[B] ভারতের উপরাষ্ট্রপতি

[C] ভারতের প্রধানমন্ত্রী

[D] ভারতের রাষ্ট্রপতি

উত্তর:- [B] ভারতের উপরাষ্ট্রপতি

৩) নীল চাষীদের দুঃখ দুর্দশার চিত্র বর্ণিত আছে কোন গ্রন্থে?

[A] আনন্দমঠ

[B] নীলদর্পণ

[C] গ্রামবার্তা পত্রিকা

[D] নীলদর্সন

উত্তর:- [B] নীলদর্পণ

৪) সত্য শোধক সমাজের প্রতিষ্ঠাতা হলেন-

[A] গোপাল হরি দেশমুখ

[B] বি আর আম্বেদকর

[C] জ্যোতিবা ফুলে

[D] শ্রী নারায়ন গুরু

উত্তর:- [C] জ্যোতিবা ফুলে

                            WBPSC Food SI Practice Set 1

৫) বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদন কারী দেশ কোনটি?

[A] ভারত

[B] আমেরিকা যুক্তরাষ্ট্র

[C] চীন

[D] অস্ট্রেলিয়া

উত্তর:- [A] ভারত

৬) কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থান করছে?

[A] জম্বু কাশ্মীর

[B] কেরল

[C] তেলেঙ্গানা

[D] অন্ধ্রপ্রদেশ

উত্তর:- [A] জম্বু কাশ্মীর

৭) পশ্চিমবঙ্গের গনগনি কোন মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল?

[A] পলিমাটি

[B] লবণাক্ত মাটি

[C] ল্যাটেরাইট মাটি

[D] তরাই মাটি

উত্তর:- [C] ল্যাটেরাইট মাটি

৮) যে নদী থেকে বিকানের খাল শুরু হয়েছে সেটি হলো-

[A] বনস

[B] চম্বল

[C] শতদ্রু

[D] যমুনা

উত্তর:- [C] শতদ্রু

৯) নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি?

[A] তাপ

[B] কৌণিক ভরবেগ

আরও পড়ুন »   Garena Free Fire Redeem Code for 25 May: জিতুন ডায়মন্ড! ফ্রি ফায়ার MAX কোড রিডিম থেকে

[C] সময়

[D] কাজ

উত্তর:- [B] কৌণিক ভরবেগ

                            WBPSC Food SI Practice Set 1

১০) বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস পূর্ন থাকে?

[A] অক্সিজেন

[B] হাইড্রোজেন

[C] কার্বন ডাই অক্সাইড

[D] নাইট্রোজেন

উত্তরঃ [D] নাইট্রোজেন

১১) গ্রাফাইট কার্বন এবং হীরা হল-

[A] আইসোটোপ

[B] আইসোমার

[C] আইসোটোন

[D] অ্যালোট্রোপ

উত্তর:- [D] অ্যালোট্রোপ

১২) L.P.G গ্যাসে মিশ্রিত থাকে –

[A] মিথেন এবং বিউটেন

[B] প্রোপেন এবং বিউটেন

[C] ইথেন এবং প্রোপেন

[D] ইথেন এবং বিউটেন

উত্তর:- [B] প্রোপেন এবং বিউটেন

১৩) মুদ্রাস্ফীতি কাকে বলে?

[A] একবারের মতো মূল্যস্তর বৃদ্ধি

[B] উৎপাদন ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি

[C] ঘাটতি ব্যয় বৃদ্ধি

[D] ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি

উত্তর:- [D] ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি

১৪) কৃষক প্রজা পার্টি কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?

[A] আল্লাহ বক্স

[B] জাফর আলী খান

[C] ফজলুল হক

[D] করম শাহ

উত্তর:- [C] ফজলুল হক

১৫) গদর দলের নেতৃত্বে কে ছিলেন?

[A] ভগৎ সিং

[B] লালা হরদয়াল

[C] বিজি তলিক

[D] ভিডি সাভারকার

উত্তর:- [B] লালা হরদয়াল

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news