মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ৫০০০ শূন্যপদে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত (RRB Recruitment 2024) – How TO Make Money

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ৫০০০ শূন্যপদে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত (RRB Recruitment 2024)

Railway recruitment boards (RRB)-এর তরফ থেকে সাব ইন্সপেক্টর (Sub – Inspector) ও কনস্টেবল (Constable) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৪৬৬০ টি শূণ্য পদে কর্মী নিয়োগ করা হবে। ১৮ থেকে ২৮ বছর পর্যন্ত সকলে এই পদে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম

  • Railway recruitment boards (RRB)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম

  • Railway recruitment boards (RRB)-এর তরফ থেকে (RRB Recruitment 2024) সাব ইন্সপেক্টর (Sub Inspector) ও কনস্টেবল (Constable) পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়স সীমা

  • এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

বেতন

  • সাব ইন্সপেক্টর (Sub – Inspector) পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ৩৫,৪০০ টাকা এবং কনস্টেবল (Constable) পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ২১,৭০০ টাকা করে বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। নিম্নে অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি বলে দেওয়া হল:-

  • ১) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে।
  • ২) এরপর সেখান থেকে আবেদনের লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিজের উপযুক্ত তথ্য দ্বারা আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
  • ৩) অফিসিয়াল নোটিশে উল্লেখিত বিবরণ অনুযায়ী যেসব নদী আপলোড করতে বলা হবে সেগুলি ফর্মের সঙ্গে স্ক্যান করে আপলোড করতে হবে।
  • ৪) এরপর আবেদন ফি প্রদান করতে হবে।
  • ৫) সবশেষে ফাইনাল সাবমিট করে আবেদনের কাজ শেষ করতে হবে।

আবেদন ফি

  • জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা এবং ST/SC , Ex-servicemen , Female , EBC প্রার্থীদের ২৫০ টাকা প্রদান করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস হতে হবে। তবে কনস্টেবল পদে আবেদনের জন্য নূন্যতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ

  • আবেদনের কাজ শুরু হবে ১৫.০৪.২০২৪ তারিখে, এবং চলবে ১৪.০৫.২০২৪ তারিখ পর্যন্ত।

প্রয়োজনীয় লিঙ্ক:

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। BongGuider.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। BongGuider.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।

2 thoughts on “মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ৫০০০ শূন্যপদে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত (RRB Recruitment 2024)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top