DSSSB Dak Peon Recruitment 2024 – মাধ্যমিক পাশে ডাক পিওন পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন। – How TO Make Money

DSSSB Dak Peon Recruitment 2024 – মাধ্যমিক পাশে ডাক পিওন পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।

DSSSB Dak Peon Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য সুখবর। Delhi Subordinate Services Selection Board পক্ষ থেকে ডাক পিয়ন পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি।

পদের নাম ও শূন্যপদ

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Peon/Orderly/Dak Peon।

২) এখানে মোট ৯৯ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন (Dak Peon Recruitment 2024)


১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় ও এখানে পাওয়া যাবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

২) এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন পে লেভেল ০৩ অনুযায়ী ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা প্রতিমাসে প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Dak Peon Recruitment 2024)


সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান মাধ্যমিক পাস বা তা সমতুল্য পরীক্ষায় পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

আবেদন মূল্য কি আছে?


যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (Dak Peon Recruitment 2024) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

কি ভাবে আবেদন করতে হবে?


১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ১৮-০৪-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটClick Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉Airport Job Recruitment 2024: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি,বেতন 24,000/- টাকা

👉LIC Recruitment 2024: LIC-তে নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করে ফেলুন, রইলো পদ্ধতি

👉 ONGC Recruitment 2024: ONGC দপ্তরে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

👉 TCS Job Vacancy: টাটা কনসালটেন্সি সার্ভিসে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉Laxmi Bhandar Update : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট, কত তারিখ ঢুকবে বেশি টাকা?

👉7TH PAY COMMISSION:কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, সরকার এই ভাতাগুলিতে বড় পরিবর্তন আনছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top