TCS Job Vacancy: টাটা কনসালটেন্সি সার্ভিসে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত – How TO Make Money

TCS Job Vacancy: টাটা কনসালটেন্সি সার্ভিসে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর।(TCS Job Vacancy) ভারতের প্রসিদ্ধ আইটি সংস্থা টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসের পক্ষ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফ থেকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।

কারা আবেদন করতে পারবেন?

ভারতের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থার সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের বিটেক, বিই, এমসিএ, এমটেক সহ বিভিন্ন টেকনিক্যাল বিভাগের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন।

কতজনকে নিয়োগ করা হবে?

এখানে ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষের জন্য ঠিক কতজন ফ্রেশার্স ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে সেই বিষয়ে সংস্থার তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি।(TCS Job Vacancy) সংস্থার শীর্ষ মহলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যত পরিমাণ অফার লেটার চাকরিপ্রার্থীদের কাছে চলতি বছরে পাঠানো হবে, তা যথেষ্ট বড়। উল্লেখ্য, ভারতের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থা, গত অর্থবর্ষে প্রায় ৪০ হাজার পড়ুয়াকে নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছিল। চলতি অর্থবর্ষে এই সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে

বেতন কত

গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে টিসিএসের প্রধান হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাককার জানিয়েছিলেন, ২০২৪ থেকে ২০২৫ সালের ক্যাম্পাসিংয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।(TCS Job Vacancy) নতুন চাকরিপ্রার্থীদের জন্য তিনটি ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে। প্রথমটি নিনজা ক্যাটাগরি, যেখানে প্রার্থীদের ৩.৩৬ লাখ টাকা বেতন দেওয়া হবে, দ্বিতীয়টি হলো ডিজিটাল ক্যাটাগরি, যেখানে প্রার্থীদের ৭ লাখ টাকা বেতন দেওয়া হব এবং তৃতীয়টি হলো প্রাইম ক্যাটাগরি, যেখানে প্রার্থীদের ১১.৫ লাখ টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ১০ই এপ্রিল প্রার্থীরা এখানে (TCS Job Vacancy) আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত পরীক্ষা আয়োজন করা হবে আগামী ২৬শে এপ্রিল। রাজ্যের বিভিন্ন অংশে লোকসভা ভোট থাকার কারণে ওইদিন পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে বলেও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

Whatsapp GroupJoin Now
Telegram GroupJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top