সরকারের বাজিমাত এবার ২০ টাকায় হবে জীবন বীমা, হার মানবে বড়ো বড়ো সংস্থাও – How TO Make Money

সরকারের বাজিমাত এবার ২০ টাকায় হবে জীবন বীমা, হার মানবে বড়ো বড়ো সংস্থাও

বিভিন্ন বীমা সংস্থায় বীমায় নাম নথিভুক্ত করাতে দিতে হয় মোটা টাকার প্রিমিয়াম। তবে কি শুধু ধনী উচ্চ বিত্তদের হবে জীবন বীমা? সেই জন্যই কেন্দ্র সরকার ভারতের সব শ্রেণীর মানুষের জন্য নিয়ে এসেছে ২০ টাকার প্রিমিয়ামের মাধ্যমে বীমা সুরক্ষা।

এই বিমার অধীনে বীমাকারীর মৃত্যু বা দুর্ঘটনায় কোনো চিরস্থায়ী শারীরিক অক্ষমতা সৃষ্টি হয় তবে সেক্ষেত্রে নমিনীকে এক কালীন কিছু টাকার সাহায্য করবে ভারতীয় কেন্দ্র সরকার। এই প্রকল্পে সরাসরি ভারত সরকারের তত্বাবধানে পোস্ট অফিসে বা সরকারি ব্যাংক গুলিতে আবেদন করা যাবে। এই প্রকল্পের মেয়াদ থাকবে এক বছর। অর্থাৎ কুরি টাকায় বিনিময়ে বিনিয়োগকারী এক বছরের বীমা পাবেন। প্রতি এক বছর অন্তর বীমাকারীকে আবার রিনিউ করার মাধ্যমে নিজের নাম এই প্রকল্পে নথিভুক্ত করতে হবে। অন্যথায় সে আর এই বীমার সুবিধা পাবেনা।

প্রতি জুন মাসের ১ তারিখে ব্যাংকের মাধ্যমে টাকা কেটে নেওয়া হবে গ্রাহকের নামের সাথে যুক্ত ব্যাংক একাউন্ট থেকে। প্রতি বছরে ২০ টাকার বিনিময়ে এই বিশেষ সুবিধা মিলবে সাধারণ মানুষের। এক্ষেত্রে বীমা কারীর মৃত্যু হলে ২লক্ষ টাকা, পুরোপুরি দৃষ্টি শক্তি চলে গেলে বা দুই হাত বা দুই পা পঙ্গু হয়ে পড়লে বা দেহের এক পাশ অকেজো হয়ে পড়লেও ২ লক্ষ টাকার বীমা সুরক্ষা পাওয়া যাবে এবং একটি চোখের দৃষ্টি নষ্ট হলে, একটি পা বা একটি হাত কর্ম শক্তি হারালে এক লক্ষ টাকার বীমা সুরক্ষা পাবে আক্রান্ত গ্রাহক।

সরকারের বাজিমাত এবার ২০ টাকায় হবে জীবন বীমা, হার মানবে বড়ো বড়ো সংস্থাও
সরকারের বাজিমাত এবার ২০ টাকায় হবে জীবন বীমা, হার মানবে বড়ো বড়ো সংস্থাও

দেশের যেকোনো সাধারণ মানুষ ১৮-৭০ বছরের মধ্যে বয়সী হলে এই যোজনার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এক বছরের একটি বীমা সুরক্ষা পাওয়া যাবে মাত্র ২০/- টাকার বিনিময়ে। এবং প্রতি বছর ২০/- টাকার মাধ্যমে বীমাটি রিনিউ করা যাবে। সমাজের দিন খেটে খাওয়া মানুষদের জীবনেরও সুরক্ষা প্রদান করতে এই প্রকল্প সামনে আনে সরকার।

Scroll to Top