জালিয়াতি এড়াতে যাচাই করে নেওয়া দরকার আধারের সত্যতা, উল্টো দিকের মানুষের পরিচয় পত্র সঠিক কিনা জানুন সহজেই – How TO Make Money

জালিয়াতি এড়াতে যাচাই করে নেওয়া দরকার আধারের সত্যতা, উল্টো দিকের মানুষের পরিচয় পত্র সঠিক কিনা জানুন সহজেই

২০১৪ সালের পর থেকে ভারতে আধারের প্রাধান্য বৃদ্ধি পেয়ে চলেছে। স্কুল , কলেজ, অফিস, আদালত, ব্যাংক, বাড়ি ভাড়া, বিবাহ, ইনকাম ট্যাক্স সব কিছুতেই এখন আধার কার্ডের গুরুত্ব অপরিসীম হয়ে উঠেছে। আধার এখন ভারতীয়দের অন্যতম বেশি প্রচলিত পরিচয় পত্র হয়ে উঠেছে। আর সেইজন্যই ভুঁয়ো পরিচয় পত্র হিসেবে আধার জালিয়াতির সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে।

পরিচয় পত্র হিসেবে রাজ চলে আধারের আর সেই আধারে ভুল পরিচয় ও ছবি লাগিয়ে খারাপ কাজ করে চলেছে দুষ্কৃতীরা। তাই নিজের বাড়ি বা হোটেল বা গাড়ি ভাড়া দেওয়ার আগে সবসময়ই দেখে নেওয়া হয় পরিচয়। উল্টোদিকের মানুষের দেখানো আধারের সত্যতা কতটুকু? কিভাবে জানবেন তাঁর আধার আসল না নকল? কিভাবে আগে থেকেই সতর্ক হবেন অজানা বিপদ থেকে? রইলো তথ্য।

অনলাইনে সত্যতা যাচাই করতে হলে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার এবং OTP দিয়ে লগইন করতে হবে। এরপর আধার নাম্বার নিশ্চিত করে তার স্ট্যাটাস দেখাবে ওয়েবসাইট। আর অফলাইনে সত্যতা যাচাই করতে হলে আধার কার্ডের উপর থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। প্রতিটি আধারে উপস্থিত এই কোডটিতে ওই আধার হোল্ডারের নাম তথ্য ছবি ঠিকানা সবই দেওয়া থাকে। ফলে সেটির যাচাই করলে বোঝা যাবে উল্টো দিকের ব্যক্তিটি সঠিক পরিচয় দিচ্ছেন কি না।

জালিয়াতি এড়াতে যাচাই করে নেওয়া দরকার আধারের সত্যতা, উল্টো দিকের মানুষের পরিচয় পত্র সঠিক কিনা জানুন সহজেই
জালিয়াতি এড়াতে যাচাই করে নেওয়া দরকার আধারের সত্যতা, উল্টো দিকের মানুষের পরিচয় পত্র সঠিক কিনা জানুন সহজেই

এর জন্য গুগল প্লেস্টোর থেকে আধার কিউআর স্ক্যানার অ্যাপটিতে এই সমস্ত জানা যবে। এতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ডিজিটাল স্বাক্ষর থাকে যার নকল অসম্ভব। আর আসল কার্ড হোল্ডারের নিজের ছবি বদলানো গেলেও তার ঠিকানা জন্মতারিখ কোনোটাই পরিবর্তন করা যায়না। তাই একমাত্র এই দুটি উপায় অবলম্বনের মাধ্যমেই বোঝা যাবে আসন্ন সমস্যার সংকেত।

Scroll to Top