এক কালীন এক গুচ্ছ টাকা বিনিয়োগে অপারক, অথচ বৃদ্ধ বয়সের দুশ্চিন্তা মুক্ত হওয়ার উপায় পাচ্ছেন না? জানুন

আজকাল সমাজে খেটে খাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। দিন আনা দিন খাওয়া মানুষেরও ভবিষ্যত থাকে বৃদ্ধ অবস্থা থাকবে তাহলে তাদের ভবিষ্যত গোছাবে কীকরে? বড়ো বড়ো সংস্থায় বিনিয়োগের ক্ষমতা দুরস্ত, হয়তো চিকিৎসার জন্য পুঁজিও স্বল্প। সেই সব মানুষের জন্য মিউচুয়াল ফান্ড একটি ভালো মাধ্যম হতে পারে। তবে বিনিয়োগ করার সময় মাথায় রাখতে হবে বিনিয়োগটি যত দীর্ঘ মেয়াদী হবে ততই লাভবান হবেন বিনিয়োগকারী।

এবার সমাজের মাটির মানুষদের ভবিষ্যতের ব্যবস্থায় মিউচুয়াল ফান্ডের রিটার্ন ক্ষমতা বড়ো সাহায্য হয়ে উঠতে পারে। বার্ষিক ১২% চক্রবৃদ্ধি সুদ হওয়ার জন্য ধীরে ধীরে ক্রমাগত টাকার পরিমাণ বাড়তে থাকে।

যদি কোনো ব্যক্তি নিজের ২৫ বছর বয়স থেকেই মাসে ১০০০ টাকা sip তে রাখতে শুরু করেন এবং ওই ব্যক্তির ৬০ বছর বয়স পর্যন্ত অর্থাৎ মোট ৩৫ বছর পর্যন্ত ননস্টপ বিনিয়োগ করে যান তবে তিনি প্রতি বছর ১২ হাজার আর ওই ৩৫ বছরে মোট জমাবেন ৪ লক্ষ ২০ হাজার টাকা।

এই জমাকৃত অর্থের উপর প্রতিবছর ১২% চক্রবৃদ্ধি হারে ক্রমাগত টাকার পরিমাণ বড়ো হতে থাকে। অর্থাৎ ৩৫ বছর ধরে জমানো ৪লক্ষ ২০ হাজার টাকার উপর সুদ হিসেবে পাওয়া যাবে ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা। এবং সব মিলিয়ে ফেরত পাওয়া যাবে প্রায় ৬৫ লক্ষ টাকা। যা জমাকৃত অর্থের প্রায় ১৬ গুণেরও বেশি।

এক কালীন এক গুচ্ছ টাকা বিনিয়োগে অপারক, অথচ বৃদ্ধ বয়সের দুশ্চিন্তা মুক্ত হওয়ার উপায় পাচ্ছেন না? জানুন
এক কালীন এক গুচ্ছ টাকা বিনিয়োগে অপারক, অথচ বৃদ্ধ বয়সের দুশ্চিন্তা মুক্ত হওয়ার উপায় পাচ্ছেন না? জানুন

এই বিশাল পরিমাণ অর্থ ওই ব্যক্তির অবসর জীবন আরও উপভোগকর করে তুলবে। চিকিৎসা, খাওয়া, ঘোড়ার জন্য আর হাত পাততে হবেনা কারো কাছেই। এই স্বাধীনতার স্বাদ পেতে গেলে আজই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে হবে । তবে বিনিয়োগের সময় অবশ্যই কাগজপত্র ভালো করে পর নিতে হবে ।