চাকরি প্রার্থীদের জন্য নতুন(Agriculture Vacancy 2024)একটি খুশির খবর নিয়ে চলে এসেছি। এবার রাজ্য কৃষি দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।
নিয়োগ সংস্থা | Department of Agriculture & Farmers Welfare |
পদের নাম | ফিল্ডম্যান |
মোট শূন্যপদ | নিচে দেওয়া আছে 👇👇 |
আবেদন মাধ্যম | অফলাইনের মাধ্যমে |
আবেদনের শেষ তারিখ | ২৮.০৫.২০২৪ |
পদের নাম
ফিল্ডম্যান
বয়সসীমা (Agriculture Vacancy 2024)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের নিচের হতে হবে।
বেতন
এই পদের মাসিক বেতন ৩১ হাজার ৯৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা (Agriculture Vacancy 2024)
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য এগ্রোনমি বিষয়ে স্নাতক পাস করতে হবে।তবেই এখানে আবেদন করা যাবে।
নিয়োগ পদ্ধতি
উক্ত পদে এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Bidhan Chandra Krishi Vishwavidyalaya, Mohanpur, Nadia, 741252
আবেদনের শেষ তারিখ
২৮ এপ্রিল ২০২৪।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শুরু | ০৩/০৫/২০২৪ |
আবেদন শেষ | ২৮/০৫/২০২৪ |