Amit Shah: বাংলায় ২৪ থেকে ৩০ টা আসন পাবে বিজেপি – How TO Make Money

Amit Shah: বাংলায় ২৪ থেকে ৩০ টা আসন পাবে বিজেপি

Amit Shah: লোকসভা নির্বাচনে বাংলায় ২৪ থেকে ৩০টি আসন পাবে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন। সন্দেশখালি-সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেন তিনি। অমিত শাহের দাবি,মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একটি মোডাস অপারেন্ডি তৈরি করেছেন। তার নীতি হল প্রথমে নৃশংসতা করা তারপর সাধারণ মানুষ তার সমালোচনা করলে আরো নৃশংসতা করা।

মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হলেও তাঁরই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বলে দাবি করেন শাহ। তাঁর কথায়, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রী শাসিত রাজ্যে ধর্ম দেখে নারীদের উপর অত্যাচার হয়। অথচ তিনি চুর করে থাকেন কীভাবে? অবস্থা এই পর্যায়ে পৌঁছে গেছে যে, হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। হয়েওছে।’

অমিত শাহ এর আগে সভা থেকে দাবি করেছিলেন ৩০-এর বেশি আসন পেলে ক্ষমতা থেকে চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারও ব্যাখা দেন শাহ। তিনি দাবী করেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্য যেভাবে চালান, যেভাবে প্রশাসন চলে তা থেকে পরিষ্কার যে, ৩০-এর বেশি আসন পেলে তৃণমূল সরকার আর থাকবে না। মানুষই সেই সরকারের পতন ঘটাবে। কারণ গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে।

Amit Shah
Amit Shah

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ আরও দাবি করেন, সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের জন্য রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান বয়কট করেছেন বিজেপি বিরোধী জোটের নেতা-নেত্রীরা। তাঁর কথায়, ‘আমার স্পষ্ট অভিযোগ, তারা সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের ভয়ে রামমন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাননি। ইদে তারা খরচ করে। মুসলিম ভাইদের সঙ্গে ঈদ উদযাপন করে। কিন্তু হিন্দু হওয়া সত্ত্বেও আপনারা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিলেন না। কারণ, আপনারা মুসলিম ভোট ব্যাঙ্ককে ভয় পাচ্ছেন। এটা কেমন রাজনীতি? নিজের ধর্মের অনুষ্ঠানে কেন যাবেন না?’

Scroll to Top