RBI: ছোট ১ টাকার কয়েন আর চলবে না? ভারতের মুদ্রা নিয়ে সতর্ক করলো RBI – How TO Make Money

RBI: ছোট ১ টাকার কয়েন আর চলবে না? ভারতের মুদ্রা নিয়ে সতর্ক করলো RBI

RBI:বর্তমানে দোকান-বাজার সব জায়গায় ছোট এক টাকার কয়েন গ্রহণ করতে চায় না। এমনকি কোথাও কোথাও ছোট কয়েন বাজারে চলছে না বলেও মন্তব্য করছেন তারা। অনেক আগে থেকেই ৫০ পয়সার কয়েন বা কয়েন কোথাও প্রচলন করা যায় না। এখন প্রশ্ন আসলেই কি এই কয়েন (indian coin) বাতিল?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়ে তাদের বক্তব্য নিশ্চিত করতে মন্তব্য করেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে শহরাঞ্চলে বিশেষ করে বড় বাজার বা দোকানে এই ছোট এক টাকার কয়েন নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু গ্রাম ও মফস্বলের দোকানদার, গাড়ির চালকরা গুজবের কারণে এসব মুদ্রা গ্রহণ করতে রাজি হচ্ছেন না।

এবার কোন কয়েন বৈধ আর কোন কয়েন বাজারে বেআইনি তা নিয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছে যে ২৫ পয়সার কয়েন বা কয়েন এবং নিম্ন মূল্যের অর্থাৎ ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সা আর ভারতীয় মুদ্রা ব্যবস্থায় বৈধ নয়। তাদের উৎপাদন বন্ধ থাকায় এসব মুদ্রার সঙ্গে কোনো লেনদেন হবে না।

যদিও RBI এখনও ৫০ পয়সার কয়েন নিষিদ্ধ করেনি। এগুলো তৈরি না হলেও যাদের কাছে ৫০ পয়সার কয়েন আছে তারা লেনদেন করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে ১ টাকার কয়েন, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার কয়েন এখন বাজারে বৈধ এবং এই কয়েনের মাধ্যমে সমস্ত লেনদেন করা যেতে পারে।

RBI
RBI

যেসব ব্যবসায়ী, দোকানদার এসব মুদ্রা নিতে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৪৮৯ (A) থেকে ৪৮৯ (E) ধারায় FIR দায়ের করা যেতে পারে।

Scroll to Top