ATM Money Withdrawal Limit: ATM থেকে মাসে ‘কত’ বার ‘ফ্রি’-তে টাকা তোলা যায়, জেনে নিন নিয়ম! নইলে পস্তাবেন – How TO Make Money

ATM Money Withdrawal Limit: ATM থেকে মাসে ‘কত’ বার ‘ফ্রি’-তে টাকা তোলা যায়, জেনে নিন নিয়ম! নইলে পস্তাবেন

ATM Money Withdrawal Limit: বর্তমান যুগে দেশে ক্রমশ জনপ্রিয় হচ্ছে আর্থিক লেনদেনের ডিজিটালাইজড পরিষেবা। ব্যাঙ্কের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে কারওরই আর ভাল লাগে না। দ্রুততার যুগে সকলেই তাই টেকনোলজি নির্ভর। ই-ব্যাঙ্কিং এর মতোই উপভোক্তাদের পছন্দের পরিষেবা এটিএম।ভারত অর্থনৈতিক দিক যেমন ধীরে ধীরে উন্নত হচ্ছে ঠিক তেমনই মানুষ ডিজিটাল মাধ্যমে ক্রমশ আরও সহজ হয়েছে। বহু মানুষ অনলাইনের মাধ্যমেই তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকেন।

যদিও এমন কিছু জায়গা আছে যেখানে আজও নগদ টাকার প্রয়োজন হয়। কিংবা যেখানে অনলাইন লেনদেন সে ভাবে সম্ভব নয়, সেখানে কিন্তু ATM এর ব্যবহার ছাড়া উপায় থাকে না অনেকেরই।কিন্তু এই এটিএম ব্যবহারের কিছু নিয়ম আছে যা অনেকেরই অজানা। যার কারণে মানুষকে প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রে নানা জটিলতার মধ্যে পড়তে হয়। চলুন আজ বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক ঠিক কোন কোন নিয়ম ভুল হলে গচ্চা যাবে আপনারই টাকা।

এটিএম থেকে একদিনে একাধিকবার টাকা তোলা গেলেও, তার একটি নির্দিষ্ট সীমা আছে যা কিন্তু না জানলে ভুল হয়ে যাবে বড়।এই বিষয়টা অবশ্য ব্যাঙ্ক-ভেদে আলাদা হয়ে থাকে। যা নির্ভর করছে বিভিন্ন ব্যাঙ্কের নিজস্ব পলিসির উপর।একদিনে ঠিক কত টাকা তোলা যাবে সেটাও নির্দিষ্ট করা থাকে ব্যাঙ্কের তরফে। কোনও ব্যাঙ্কে যেমন দিনে সর্বাধিক ১০ হাজার টাকা তোলা যায়, আবার কোথাও সর্বাধিক ২৫ হাজার টাকা তোলা যায়। আবার কোনও কোনও ব্যাঙ্ক থেকে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে, আপনি যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে সর্বাধিক ৫ বার ফ্রি বা বিনা চার্জে টাকা তুলতে পারবেন।কিন্তু তার থেকে বেশি বার টাকা তুলতে হলে প্রতিবার টাকা তোলার সময় সর্বোচ্চ ২১ টাকা করে চার্জ কাটবে। তবে ব্যাঙ্ক ভেদে এই চার্জ আলাদা আলাদা হয়।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top