Axis ব্যাংকে বিপুল সংখ্যায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে, জানুন বিশদে | Axis Bank New Recruitment 2024 – How TO Make Money

Axis ব্যাংকে বিপুল সংখ্যায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে, জানুন বিশদে | Axis Bank New Recruitment 2024

ব্যাংকিং সেক্টরে কাজ করে নিজের ভবিষ্যত তৈরির এক দারুন সুযোগ আনলো Axis ব্যাংক। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। Axis ব্যাংকের তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে। শূন্যপদ ও প্রচুর। এই সুযোগ হাতছাড়া না করে জেনে নিন এর সম্পর্কে খুঁটিনাটি তথ্য

Axis Bank New Recruitment 2024

পদের নাম:
Axis sales academy কর্মী

শূন্যপদ:
বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো শূন্যপদ উল্লেখ নেই।

বয়সসীমা:
বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কে কোনো ধারণা দেওয়া নেই তবে সূত্রের খবর অনুযায়ী বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর।

বেতন:
মাসিক ১৯,০০০ টাকা দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের নূন্যতম যোগ্যতা হিসেবে এই পদে আবেদন করতে হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে।

কর্মস্থল:
ফ্রেশার্স দের রাজ্যের বড়ো বড় শহর গুলিতে কাজ করার সুযোগ দেওয়া হবে। যথারীতি শিয়ালদহ, নিউটাউন, রাজারহাট , দমদমের মতো অঞ্চল গুলি।

আবেদন পদ্ধতি:
Walk in interview এর মাধ্যমে নিয়োগ হওয়ার দরুন সরাসরি “7001213186” or “6289368587” নাম্বারে কল করে ইন্টারভিউ এর সময় এবং স্থান জেনে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ:
আজ অর্থাৎ ১৯ শে জুলাই ২০২৪

আবেদনের যোগ্যতা:
শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্যই আবেদনের সুযোগ রয়েছে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই ব্রাঞ্চের ১০ কিমির মধ্যে থাকতে হবে।এছাড়াও তার পরিবারের কেউ যদি axis ব্যাংকে কর্মরত থাকে তবে সেক্ষেত্রে তার আবেদন বাতিল করা হবে। এবং অবশ্যই প্রার্থীর নামে কোনো ক্রিমিনাল কেস থাকলে হবে না।

Scroll to Top