Indian Railway Recruitment 2024 | মাধ্যমিক পাশে প্রশিক্ষণ দিয়ে ভারতীয় রেলে কর্মী নিয়োগ , জেনে নিন আবেদন পদ্ধতি : – How TO Make Money

Indian Railway Recruitment 2024 | মাধ্যমিক পাশে প্রশিক্ষণ দিয়ে ভারতীয় রেলে কর্মী নিয়োগ , জেনে নিন আবেদন পদ্ধতি :

বিনামূল্যে সরকারি ট্রেনিং নিয়ে সরাসরি ভারতীয় রেলে কর্মী নিয়োগের দারুন সুযোগ আনা হলো রেলের তরফে। সারা ভারতের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ভারতীয় রেলে চাকরির বড়ো সুযোগ রইলো। কীভাবে আবেদন করবেন, কি কি বিষয় মাথায় রাখবেন আজই জানুন:

Indian Railway Recruitment 2024

পদের নাম :
Trade Apprentice Recruitment 2024
ট্রেড এপ্রেণ্টিস পদে হবে নিয়োগ।

শূন্যপদ :
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে সর্বমোট ২৪২৪ টি।

বেতন:
ট্রেনিং শুরুর সময় ৭০০০ টাকা জলপানি দেওয়া হবে। তবে পুরোপুরি ভাবে নির্বাচিত হলে যা বেতন দেওয়া হবে সেটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের মাধ্যমিকে নূন্যতম ৫০% নাম্বার পেয়ে পাশ করা হতে হবে এবং এর সাথেশ্বীকৃত স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল যেকোনো বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা:
বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫/৭/২৪ তারিখের হিসেবে আগ্রহী প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদন পদ্ধতি:
আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তির সাথে সংশ্লিষ্ট আবেদন পত্র টি ভালো করে পড়ে নিয়ে আবেদন করে দিতে হবে। সঙ্গে জমা দিতে হবে গুরুত্বপুর্ণ সব নথির স্ক্যান করা কপি।

আবেদন মূল্য:
সমস্ত প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০/- ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:
আগামী ১৫ ই আগস্ট ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

Scroll to Top