এখন ভবিষ্যতের সুরক্ষা প্রতিটা মানুষের চিন্তার বিষয়। জীবনের ধারাবাহিকতার কোনো শেষ নেই কখনও ভালো কখনও খারাপ। কাল কি হবে তার ব্যাপারে কিছুই কেউ জানিনা। তাই বিনিয়োগে মনোযোগ দিচ্ছে আজকালকার সাধারণ মানুষেরা। বিভিন্ন বীমা সংস্থার ভারী প্রিমিয়ামের চাপ এড়াতে এখন মানুষের অন্যতম ভরসার একটি মাধ্যম হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। এখানে সাধারণত দৈনিক, মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক বা এককালীন হিসেবে টাকা বিনিয়োগ করা যায়। এবং সুদর্শন রিটার্ন ও দিচ্ছে মিউচুয়াল ফান্ড।
আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন তবে তার মালামাল হওয়ার সুযোগও বেশি। কোনো ব্যক্তি টাকা বিনিয়োগ করতে শুরু করলে বার্ষিক ১২ শতাংশ সুদের হারে চক্রবৃদ্ধিহারে সুদ বাড়তে থাকে তাই রিটার্নের পরিমাণও হয় বেশি।
মাত্র ৫০০০ টাকার মাসিক বিনিয়োগে মিলবে ১১লক্ষ ৬১ হাজার টাকা। যা যেকোনো স্তরের মানুষের জন্য বড় সাহায্য হতে পারে। মাসিক ৫০০০ টাকার sip করলে তিনি বছরে জমাবেন ৬০ হাজার টাকা। এবং ১০ বছরে তার বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৬লক্ষ টাকা। ১২ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদে ওই টাকার উপর পাওয়া যায় ৫ লক্ষ ৬১ হাজার টাকারও বেশি। যা সর্বমোট দাঁড়ায় ১১ লক্ষ ৬১ হাজার টাকা।

মূল্যবৃদ্ধির বাজারে পকেটের বেশি চাপ না দিয়ে সন্তানের ভবিষ্যত বা নিজের অবসর সুরক্ষিত করতে এই ছোট ছোট বিনিয়োগের প্ল্যান গুলি মানুষের জীবনের গতি বদলে দিতে পারে।