এখন জলের দরে ২৫৬ জিবির ওয়ান প্লাস ফোন মাত্র ১০ হাজারে। কীভাবে পাবেন? জানুন – How TO Make Money

এখন জলের দরে ২৫৬ জিবির ওয়ান প্লাস ফোন মাত্র ১০ হাজারে। কীভাবে পাবেন? জানুন

সমাজের সব শ্রেণীর মানুষের কাছে পৌছে যেতে সাশ্রয়ী মূল্যে একের পর এক নর্ড সিরিজের মোবাইল লঞ্চ করে চলেছে ওয়ান প্লাস। সম্প্রতি ওই সিরিজের নর্ড 4 লাইট। ওয়ান প্লাস ভারতের বাজারে তার অভাবনীয় ক্যামেরা এবং ইনবিল্ট কোয়ালিটির জন্য ক্রেতাদের মন জয় করে নিতে পেরেছে।

একের পর এক নতুন মডেলের নর্ড সিরিজ সামনে এনে গ্রাহকদের উচ্চাকাঙ্ক্ষা আরও বাড়িয়েছে সংস্থাটি। আর এবার যদি এই চমৎকার স্মার্ট ফোন মেলে মাত্র 10 হাজার টাকার বিনিময়ে তাহলে আর ছাড়া কিসের। ওয়ান প্লাস 5g ফোন দশ হাজার টাকায় ভেবেই শিহরিত হচ্ছেন অনেকেই।

ওয়ানপ্লাস নর্ড Ce 3 লাইট মডেলটির 8জিবি 256 জিবি স্টোরেজের বর্তমান এমআরপি 21999 টাকা। কিন্তু বর্তমানে চলছে বিজয় সেল। যার মাধ্যমে এই মডেলটি 18999 টাকায় স্পেশাল ডিসকাউন্ট দিয়ে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে 3 হাজারের। এরপর কেনার সময় যদি গ্রাহক তাঁর ওয়ানকার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে তিনি অতিরিক্ত 7500 টাকার ছাড় পাবেন। এছাড়াও পুরানো ফোন এক্সচেঞ্জের সুযোগও থাকছে। ওয়ান প্লাসের এই চমৎকার অফারে 10 হাজারের মধ্যেই মিলবে এই নর্ড Ce 3 লাইট ফোনটি।

এখন জলের দরে ২৫৬ জিবির ওয়ান প্লাস ফোন মাত্র ১০ হাজারে। কীভাবে পাবেন? জানুন
এখন জলের দরে ২৫৬ জিবির ওয়ান প্লাস ফোন মাত্র ১০ হাজারে। কীভাবে পাবেন? জানুন

আর এই উপায়েই 10 হাজার টাকাতেই মিলছে এই বিশেষ ফিচারসের মোবাইলটি। তবে এই অফারটি দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য। চলতি জুন মাসের 30 তারিখের মধ্যে কিনলেই এই সুযোগ পাবেন ক্রেতা। এরপর এই অফারটি বাতিল করবে সংস্থা।

Scroll to Top