বর্তমানে যেভাবে বেকারত্ব বাড়ছে, কোনো একটি চাকরির নিয়োগ সংক্রান্ত তথ্য পেলেই সকলে একযোগে আবেদন করতে ছুটছেন। সম্প্রতি কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১ লা মার্চ রাত ১২টা থেকে আগামী ২৯ শে মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া কেউ যদি আবেদনপত্রে কোনোরকম ভুল করে বসেন, সে ক্ষেত্রে তারা সংশোধনের সুযোগ পাবেন আগামী ১ লা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা থাকছে ৩৭৩৪। তারমধ্যে ৩৪৬৪ টি পদের জন্য আবেদন করতে পারবেন পুরুষেরা আর ২৭০ টি পদের জন্য আবেদন করতে পারবেন মহিলারা। এখন জেনে নেওয়া যাক এই পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন ফি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে।
কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করবার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে?
- যে সকল প্রার্থীরা কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে চান তাদের অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা অন্য কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
- এই পদে আবেদন করবার জন্য অবশ্যই বাংলা লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। তবে, দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য সাব ডিভিশনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
- এই পদে আবেদন করবার জন্য একজন প্রার্থীর বয়স হতে হবে ১৮ -৩০ এর মধ্যে। যে সকল প্রার্থীদের বয়স ৩০ এর বেশি তারা আবেদন করতে পারবেন না। ২০২৪ সালের ১লা জানুয়ারির হিসেবে একজন প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ ও সর্বোচ্চ বয়স ৩০ হতে হবে, তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমায় ছাড় দেওয়া হবে।
- তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে, কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলেন্টিয়াররাও পাঁচ বছরের ছাড় পাবেন। অর্থাৎ তাদের জন্য বয়সের সীমা ৩৫ রাখা হয়েছে।
- ওবিসি ও ওবিসি – বি শ্রেণীর প্রার্থীরা ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
- এক্স সার্ভিস ম্যানরা যত বছর কাজ করেছেন, তত বছর সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন তবে সেক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ বয়স ৪০ হতে হবে।
আবেদন ফি– পশ্চিমবঙ্গের তফশিলি জাতি ও তফশিলি উপজাতি প্রার্থী ছাড়া সব আবেদনকারীদের আবেদন করবার জন্য ১৭০ টাকা দিতে হবে। পশ্চিমবঙ্গের তফশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীদের দিতে হবে ২০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া– এক্ষেত্রে বেশ কতগুলি ধাপে পরীক্ষা হবে।
- প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের।
- ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট।
- ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট।
- চূড়ান্ত লিখিত পরীক্ষা বা ফাইনাল টেস্ট হবে ৮৫ নম্বরের।
- এরপর ১৫ নাম্বারের একটি ইন্টারভিউ দিতে হবে।
- ভেরিফিকেশন
- মেডিকেল টেস্ট
- নিয়োগপত্র বন্টন