Central Government Employees | এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছে এই ৯ ভাতাও – How TO Make Money

Central Government Employees | এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছে এই ৯ ভাতাও

কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রত্যেক (Central Government Employees)সরকারি কর্মচারীদের বেসিক বেতনের পাশাপাশি থাকে আরও বাড়তি কিছু পাওনা। সেই সকল বাড়তি পাওনার মধ্যে অন্যতম হলো DA। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও ৪ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা করা হয়েছে। আর এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আগের থেকে বেশি বেতন পাবেন।

তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়তি পাওনা হিসেবে DA ছাড়াও আরও বিভিন্ন চাওয়া-পাওয়া রয়েছে। ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই সকল চাওয়া পাওয়া এক ধাক্কায় বৃদ্ধি পেতে চলেছে এবং এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো রাতারাতি বদলে যাবে। কেননা DA সহ এই ৯ ভাতা বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

কেন্দ্র সরকারের তরফ থেকে ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল। যে সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA নেমে গিয়েছিল শূন্যতে। আসলে যখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৫০ শতাংশ হয়ে যায়(Central Government Employees) তখন তা নিয়ম অনুসারে বেসিক বেতনের সঙ্গে জুড়ে যায় এবং DA আবার শূন্য থেকে গণনা শুরু হয়। এবারও যখন ডিএ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে তখন সেই একই ঘটনা ঘটবে।

চলতি বছর কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে ৫০ শতাংশে পৌঁছে দেওয়ার পাশাপাশি বাড়ি ভাড়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ভাতা দেওয়া হয় অর্থাৎ এইচআরএ-ও বৃদ্ধি করা হয়েছে। (Central Government Employees)সর্বোচ্চ এইচআরএ বৃদ্ধি করা হয়েছে ৩ শতাংশ। যে সকল সরকারি কর্মচারীরা X ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের এইচআরএ ২৭ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০%। Y ক্যাটাগরির অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীরা এখন ১৮ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ এইচআরএ পাবেন। অন্যদিকে Z ক্যাটাগরির অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীরা ৯ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ এইচআরএ পাবেন।

Central Government Employees
Central Government Employees

তবে DA এবং এইচআরএ ছাড়াও অন্যান্য যে সকল ভাতা বৃদ্ধি করা হয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত, সেগুলি হল চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যাকাউন্স, হস্টেল সাবসিটি, গাড়ি ভাড়ার ভাতা, গ্র্যাচুইটি, মাইলেজ অ্যালাউন্স ফর ওউন ট্রান্সপোর্ট ও ডেইলি অ্যালাউন্স। অর্থাৎ সব মিলিয়ে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় অংশের মোট ৯টি ভাতা বৃদ্ধি করা হয়েছে।

প্রয়োজনীয় লিঙ্ক:

WhatsApp GroupJoin Now
Telegram GroupJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top