কোল ইন্ডিয়ার তরফ থেকে সদ্যই প্রকাশ করা হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। বেশ কয়েকটি পদে প্রার্থীদের নিয়োগ করবে কোল ইন্ডিয়া।(coal india recruitment 2024) যে কোন ভারতীয় নাগরিকের যদি এই চাকরি গুলি করার জন্য উপযুক্ত যোগ্যতা থাকে তবে সে ক্ষেত্রে তিনি অবশ্যই এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা স্পিড পোস্টের মাধ্যমে তাদের আবেদন পাঠাতে পারবেন। আবেদনের শেষ সময় সীমা নির্ধারিত হয়েছে ১১ এপ্রিল ২০২৪, বিকাল পাঁচটা পর্যন্ত।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা-
কোল ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে কোল ইন্ডিয়া মোট ৬৪ টি পদে প্রার্থী নিয়োগ করবে। এর মধ্যে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট হিসেবে নিয়োগ করা হবে ৩১ জনকে, সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে ৩১ জনকে, সিনিয়র মেডিকেল অফিসার (দন্ত বিশেষজ্ঞ) হিসেবে নিয়োগ করা হবে ২ জনকে।
চাকরির যোগ্যতা
– কোল ইন্ডিয়া তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে কোন পদের জন্য আবেদনকারীদের যোগ্যতা ঠিক কতটা হবে। দেখে নিন সেই যোগ্যতার মাপকাঠি।
১) সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদে যারা নিযুক্ত হতে চাইবেন তাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রী থাকা বাঞ্ছনীয়। এছাড়াও ভারতের মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত এমবিবিএস ডিগ্রী থাকতে হবে।
২) সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই ভারতীয় মেডিকেল কাউন্সিল দ্বারা অনুমোদিত একটি স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পূর্ণ করতে হবে। সেই সঙ্গে প্রাইভেট প্র্যাকটিস এর ও অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
৩) সিনিয়র মেডিকেল অফিসার (দন্ত বিশেষজ্ঞ) এসবের নিযুক্ত হওয়ার জন্য ডেন্টাল কাউন্সিলের তরফ থেকে প্রদান করা BDS ডিগ্রী থাকতে হবে।
বয়স সীমা-
জেনারেল শ্রেণীভুক্ত সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪২ বছর। সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টাল) এবং E3 গ্রেডে বিশেষজ্ঞদের জন্য বয়সসীমা নির্ধারিত রয়েছে ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া-
আবেদনকারী প্রার্থীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা কোল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এই স্পিড পোস্টটিকে অবশ্যই পৌঁছাতে হবে ১১-০৪-২০২৪ তারিখ বিকাল পাঁচটার মধ্যে। নির্দিষ্ট এই ঠিকানাটি হল-
Department, Central Coalfields limited, Room no 303, 2nd Floor, Damodar Building, Darbhanga House, Ranchi-834001
গুরুত্বপূর্ণ তারিখ-
যেদিন থেকে আবেদনপত্র দেওয়া শুরু হবে সেটি হল ১২ই মার্চ ২০২৪। এবং আবেদন পত্র জমা নেওয়ার কাজ সম্পন্ন হবে ১১ এপ্রিল ২০২৪।