স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বহু গ্রাহক নিজেদের অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ভরসা করে থাকেন। অথচ সেই স্টেট ব্যাংকের বিরুদ্ধেই উঠলো অনিয়মের অভিযোগ। আর এই অনিয়মের জেরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্টেট ব্যাংককে করা হলো জরিমানা। ভারতের সমস্ত ব্যাংকিং পরিষেবা কার্যকর হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত নিয়ম কানুন মেনে। রিজার্ভ ব্যাংকের জারি করা সেই সমস্ত নিয়ম না মানলে শাস্তি ও জরিমানার মুখে পড়তে হয় নিয়মভঙ্গকারী ব্যাংককে।
কোন ব্যাংক যদি বিপুল পরিমাণে আর্থিক জরিমানার সম্মুখীন হয় সে ক্ষেত্রে প্রভাব পড়তে পারে শেয়ার মার্কেট এবং অর্থ বিনিয়োগকারীদের উপরেও। যেহেতু স্টেট ব্যাংক ভারতের সব থেকে বড় রাষ্ট্র ব্যাংক, এই কারণে স্টেট ব্যাংকে অর্থ বিনিয়োগ করে রাখেন বহু মানুষ। তাই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্টেট ব্যাংক এর উপর কোটি টাকার জরিমানা চাপিয়ে দেওয়ার ফলে স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন গ্রাহকরা। অনেকেই ইতিমধ্যে তাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে রাখা টাকা তুলেও নেওয়ার চেষ্টা করছেন।
দেশের সমস্ত ব্যাংক গুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে সমস্ত নিয়মকানুন মেনে চলছে কিনা সে বিষয়ে নিয়মিত নজর রাখে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ২০২২ সালের ৩১ শে মার্চ স্টেট ব্যাংকে আর্থিক সম্পত্তির একটি সার্ভে করা হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। RBI এর দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে ২০২২ সালের ওই সমীক্ষাতে দেখা গিয়েছিল স্টেট ব্যাংক বেশ কয়েকটি কোম্পানির 30% এরও বেশি শেয়ার বন্ধক হিসেবে রেখে দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জারি করা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট সময় সীমার মধ্যে Depositor Education And Awareness Fund এ অর্থ জমা করতে ব্যর্থ হয় এসবিআই। এই নিয়ম ভঙ্গের কারণেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে Penalty পায় স্টেট ব্যাংক।
জানা গেছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে 2 কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এই নিয়ে দুই বার স্টেট ব্যাংকের কাছে আর্থিক ধাক্কা এলো। তাই গ্রাহকদের টাকার উপর এর কোনো প্রভাব পড়বে কিনা এই নিয়ে যথেষ্ট চিন্তিত গ্রাহকরা। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে এর মাধ্যমে কোন গ্রাহকের অ্যাকাউন্টে থেকে অর্থের কোন ক্ষতি হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু স্টেট ব্যাংকই নয়, অনিয়মের কারণে রিজার্ভ ব্যাংকের কড়া নিশানার মুখে পড়েছে কানাড়া ব্যাংক ও সিটি ইউনিয়ন ব্যাংক। ক্রেডিট তথ্য সংরক্ষণ ও সংশোধন সম্পর্কিত গরমিলের জন্য কানাড়া ব্যাংক এর উপর জরিমানা করা হয়েছে ৩২.৩০ লাখ টাকা। অন্যদিকে নন পারফর্মিং অ্যাসেটের হিসেবে অনিয়ম করার জন্য সিটি ইউনিয়ন ব্যাংক এর উপর জরিমানা করা হয়েছে ৬৬ লক্ষ টাকা।