CRPF Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই! CRPF-চাকরির সুযোগ, বেতন ৫৫,০০০ টাকা, বিস্তারিত জানুন – How TO Make Money

CRPF Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই! CRPF-চাকরির সুযোগ, বেতন ৫৫,০০০ টাকা, বিস্তারিত জানুন

CRPF Recruitment: আপনিও কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। পরীক্ষা ছাড়াই CRPF-এ চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। মাসিক বেতন ৫৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। আপনি চমকে গেলেন? কিন্তু এটা দিবালোকের মত সত্য।

প্রতি বছর লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-এ যোগ দেওয়ার। কিন্তু খুব কমই সফল হতে পারে। কিন্তু এবার চাকরি প্রত্যাশীদের সিআরপিএফ পদে একের পর এক বাম্পার চাকরি দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ জুন ১৭, ২০২৪ ।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Central Reserve Police Force -এর তরফ থেকে একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম ও সংখ্যা(Name of the Post)

সিআরপিএফের তরফে যে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা অনুযায়ী, ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ করা হবে। মোট ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা(Age Limit)

আপনিও যদি সিআরপিএফের ফিজিওথেরাপিস্ট পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)

ফিজিওথেরাপিস্ট পদে আবেদন করতে হলে আবেদনকারীর কাছে ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনের জন্য crpf.gov.in -এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন(Salary)

আপনার যদি এই পদে চাকরি হয়ে যায় তাহলে আপনি মাসিক বেতন হিসেবে এক ধাক্কায় ৫৫,০০০ টাকা অবধি পেয়ে যাবেন।

বাছাই পর্ব(Qualifying Phase)

CRPF-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, যারা সিআরপিএফ-এর ফিজিওথেরাপিস্টের জন্য আবেদন করছেন তাদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে বাছাই করা হবে। এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় ইন্টারভিউ দিতে যাবেন? তাহলে জানিয়ে রাখি, Training Directorate, East Block No 10, Level 7, R.K. Puram, New Delhi, 110066 -এই ঠিকানায় যেতে হবে।

Scroll to Top