Cyclone Remal Update: বাংলা আবারও বিপর্যয়ের মুখে। আবার সেই অভিশপ্ত মে, যার জন্য বাংলা ও বাংলাদেশের সব মানুষ সত্যিই থোড়হরি কম। কারণ ঘূর্ণিঝড় ‘রেমাল’ এগিয়ে আসছে। এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন ধীরগতিতে বাংলা ও বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। হ্যাঁ ঠিক শুনেছেন।
‘রেমাল’ নিয়ে অ্যাকশন মুডে নবান্ন
দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উপকূলীয় অঞ্চলের মানুষ ইতিমধ্যেই আসন্ন ঘূর্ণিঝড় ‘রেমাল’ সম্পর্কে সতর্কতা গুনতে শুরু করেছে। যদিও সরকার আসন্ন এই ঘূর্ণিঝড় নিয়ে অ্যাকশন মোডে রয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সরকার প্রস্তুত বলে জানা গেছে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় হাওড়া পুরসভার একটি কন্ট্রোল রুম। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলা ও ড্রেনেজ দফতরের কর্মীরা। ছুটির দিন পর্যন্ত বাতিল।
তৎপর প্রশাসন
হাওড়া পুরসভার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। জারি করা হয়েছে নম্বরও। যদি কেউ সমস্যায় পড়েন তাহলে কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৩২৮৭০ এই নম্বরে ফোন করতে পারেন। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এই ঝড় নিয়ে আগেই হাওড়া সিটি পুলিশ, প্রশাসন এবং সিইএসসি-র সঙ্গে বৈঠক হয়েছিল।এই কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে। আটটি বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত থাকবে। বৃষ্টির কারণে জলাবদ্ধতা রোধে ১১টি পাম্প হাউস দিয়ে সব মিলিয়ে ৬৭টি পাম্পের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ৬টি মোবাইল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার, জল প্রস্তুত রাখা হয়েছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর। এছাড়া বাকি জেলাগুলি যেমন কলকাতা, নদীয়া, হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।