আজকাল বেশিভাগ মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করতে পছন্দ করেন। আর শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য একটি ডিম্যাট অ্যাকাউন্ট অবশ্যই খুলতে লাগে। Demat Account যেভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ বাড়ছে, তাতে করে দ্রুত গতিতো বাড়ছে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা। ভারতে CDSL এবং NSDL নামক সংস্থা ডিম্যাট অ্যাকাউন্ট পরিচালনা করে থাকে। অনেকেই জানেন না, ১৮ বছরের কম বয়সী বাচ্চার জন্যও একটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আসুন এ বিষয়ে বিশদে জেনে নিন।
১৮ বছরের কম বয়সী শিশুর জন্য খোলা যাবে ডিম্যাট অ্যাকাউন্ট
১৮ বছরের কম বয়সী বাচ্চারাও খুলতে পারবে ডিম্যাট অ্যাকাউন্ট। এই ধরণের ডিম্যাট অ্যাকাউন্টকে মাইনর ডিম্যাট অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। Demat Account এই ধরণের ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রক SEBI-র অনমোদন রয়েছে। একজন নাবালক বা নাবালিকা অফলাইন কিংবা অনলাইনে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন না। এক্ষেত্রে অভিভাবকরা শিশুর ডিম্যাট অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে।
একজন নাবালকের নাম ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হলেও, এই অ্যাকাউন্ট দিয়ে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারবে না। এমনকি শেয়ার কিনতে পারবে না। Demat Account শুধুমাত্র শেয়ার বিক্রি করা যাবে। তবে অবিভাবক চাইলে শেয়ার উপহার হিসাবে দিতে পারবে। অফলাইন কিংবা অনলাইন দুই ভাবেই মাইনর ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এর জন্য সঠিক ভাবে KYC করতে হবে।
মাইনর ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্ট লাগবে?
মাইনর ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। ১৮ বছরের কম বয়সী যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে অবশ্যই অবিভাবককে সঙ্গে নিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় অভিভাবকের নথি যেমন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড ইত্যাদি দিতে হবে। একই সাথে শিশুর বার্থ সার্টিফিকেট, শিশুর আধার কার্ড ইত্যাদি।