Dumdum Junction Work: আর ঝঞ্ঝাট নয় বাঁচলেন শিয়ালদা ডিভিশনের যাত্রীরা! আগের থেকেও ভালো সুরক্ষিত হল পরিষেবা – How TO Make Money

Dumdum Junction Work: আর ঝঞ্ঝাট নয় বাঁচলেন শিয়ালদা ডিভিশনের যাত্রীরা! আগের থেকেও ভালো সুরক্ষিত হল পরিষেবা

রেল পরিষেবা (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন।যার কারণে যেকোনো সেবায় বিঘ্ন ঘটলেই সমস্যায় পড়তে হয় লাখ লাখ যাত্রীকে। ঠিক এভাবেই প্রায় ২০ দিন ধরে সমস্যায় পড়তে হয়েছে হাজার হাজার যাত্রীকে।(Dumdum Junction Work) অবশেষে রেলওয়ের পক্ষ থেকে সমস্যার সমাধান করা হয় এবং সব বিভ্রান্তি দূর হয়। আর তাতেই রক্ষা পান যাত্রীরা।

যে সমস্যার কথা বলা হচ্ছে তা হল দমদম জংশনের (Dumdum Junction) ৫ নম্বর প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম শিয়ালদা ডিভিশনের চক্ররেলের জন্য যতটাই গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ অন্যান্য ট্রেনের পরিষেবার ক্ষেত্রেও। কেননা এই প্লাটফর্ম শিয়ালদা ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখার মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

দমদম জংশনের নম্বর প্লাটফর্মের ট্র্যাকের নিচে থাকা কংক্রিট দুর্বল হয়ে পড়েছিল। গত বছর যে কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল এখানে। এরপর রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাত্রীদের সুরক্ষা প্রদানের জন্য পরিষেবা বন্ধ রেখেও ওই ট্র্যাক সুরক্ষিত করা হবে। রেলের সেই সিদ্ধান্ত অনুযায়ী গত মাসের ১৮ তারিখ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করা হয় এবং কাজ (Dumdum Junction Work) শুরু করা হয়। পাঁচ নম্বর প্লাটফর্মের যে অংশে এমন পরিস্থিতি তৈরি হয় সেখানে কংক্রিটের স্লিপারের ওপর ট্র্যাক নেই। সরাসরি মেঝের সঙ্গে বোল্টের মাধ্যমে ট্র্যাক বসানো রয়েছে।

কিন্তু মেঝেটির অবস্থার অবনতি হওয়ায় ট্র্যাকে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। কংক্রিট দুর্বল হয়ে যাওয়ায় বোল্টগুলো আলগা হয়ে যাচ্ছিল। এরপর রেলওয়ের পক্ষ থেকে নতুন করে ফ্লোর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ এপ্রিল থেকে কাজ শুরু হয়ে অবশেষে কাজ শেষ করে পুরোদমে রেল চলাচল শুরু হয়েছে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

দমদম জংশনে ৫ নম্বর প্ল্যাটফর্মের পুনর্নির্মাণের সময় রেলওয়ে দ্বারা প্রায় ৩০ টি ট্রেন বাতিল করা হয়েছিল। অবশেষে কাজ শেষ হওয়ার পর ওই সব ট্রেনের পরিষেবা চালু করা হয়েছে। টানা ২০ দিন ধরে এতগুলি ট্রেন পরিষেবা বাতিলের কারণে বিপুল সংখ্যক যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন। অবশেষে পরিষেবা স্বাভাবিক হলে ওই রুটের যাত্রীরা স্বস্তি পেয়েছেন তাতে কোনো সন্দেহ নেই।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top