ভোটের মুখে দারুন খবর। কেন্দ্র সরকার সাধারণ মানুষকে ৩০০০ টাকা করে দিচ্ছে। ই-শ্রম কার্ড থাকলেই পাওয়া যাবে এই সুবিধা। তাই আপনার যদি ই-শ্রম কার্ড করা না থাকে, আজই করিয়ে নিন। বাড়িতে বসে অনলাইনেই ই-শ্রম কার্ডের জন্য আবেদন করা যাবে। কীভাবে ই-শ্রম কার্ডের রেজিস্ট্রেশন করবেন? আসুন আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত ভাবে জেনে নিন-
e-Shram Card কী?
কেন্দ্র সরকার ভারতের অস্থায়ী শ্রমিকদের জন্য বিশেষ এক প্রকল্প চালু করেছে। যার নাম ই-শ্রম কার্ড। দিন মজুর খেটে খাওয়া মানুষদের আর্থিক ভাবে পাশে দাঁড়াতেই এই প্রকল্পের সূচনা করা হয়েছে। ২০২১ সালের অগাস্ট মাসে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত বহু মানুষ ই-শ্রম কার্ডের মাধ্যমে সুবিধা পাচ্ছেন। দেশের প্রায় ৪০ কোটি অসংগঠিত শ্রেণীর শ্রমিকদের মধ্যে ২৯ কোটি শ্রমিক এই কার্ডে নিজেদের নাম নতিভুক্ত করেছে।
e-Shram Card- সুবিধা:
ভারতের অস্থায়ী ক্ষেত্রে কর্মরত শ্রমিকরাই কেবল ই-শ্রম কার্ডের সুবিধা নিতে পারবে। এর জন্য ওই শ্রমিকের বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছর। তবে EPF বা ESI-র সুবিধা পেয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। ই-শ্রম card হোল্ডাররা একাধিক সুবিধা পেয়ে থাকেন। যেমন এই কার্ড থাকলে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধান যোজনা-র মাধ্যমে ৬০ বছর বয়সের পর এই পেনশনের টাকা দেওয়া হবে। এছাড়া ১লক্ষ টাকার হেলথ ইন্সুরেন্স এবং ২ লক্ষ টাকার লাইফ ইন্সুরেন্স পাওয়া যাবে।
কীভাবে e-Shram Card-এ রেজিস্ট্রেশন করবেন?
ই-শ্রম কার্ডের মাধ্যমে উপরিউক্ত সুবিধাগুলি পাওয়ার জন্য আজই রেজিস্ট্রেশন সেরে ফেলুন। বাড়িতে বসে অনালাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিম্নে রেজিস্ট্রেশন পদ্ধতি ধাপে ধাপে উল্লেখ করা হলো-
- •Self Registration-র জন্য প্রথমে কেন্দ্র সরকারের তৈরি করা পোর্টাল eshram.gov.in ওপেন করুন। এরপর “Register On e-Shram” ক্লিক করুন।
- •এরপর আধার লিঙ্ক করা মোবাইল নম্বর, ক্যাপচা কোড EPFO ও ESIC মেম্বার স্ট্যাটাস দিয়ে “Send OTP তে ক্লিক করুন।
- •আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে আসা OTP লিখুন এবং এরপর ই-শ্রম কার্ডের ফর্ম পূরণ করুন।
- •নাম, ঠিকানা, বয়স, স্যালারি ইত্যাদি তথ্য সহ প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক ইত্যাদি নথি আপলোড করুন। তারপর “Submit” বটনে ক্লিক করতে হবে। ব্যাস্স এভাবে খুব সহজে বাড়িতে বসে ই-শ্রম কার্ডে রেজিস্ট্রেশন হয়ে যাবে।