সরকারী ভাবে এবার পেনশন পাবেন সকলে, সামনে এলো জাতীয় পেনশন যোজনা – How TO Make Money

সরকারী ভাবে এবার পেনশন পাবেন সকলে, সামনে এলো জাতীয় পেনশন যোজনা

ভারত সরকারের নয়া উদ্যোগ এবার চাকরী না করলেও মিলবে পেনশন। সামনে এলো প্রধানমন্ত্রীর জাতীয় পেনশন যোজনা বা ন্যাশনাল পেনশন স্কিম। এই স্কিমে আবেদনকারী নিজের সামর্থ্য মতো টাকা ইনভেস্ট করার পর সেটি পরবর্তি কালে ৮.৪% ইন্টারেস্ট সহ পেনশন হিসেবে পাবেন।

ভারতের যেকোনো সাধারণ মানুষ ১৮-৭০ বছরের মধ্যে বয়স হলে তিনি এই স্কিমে আবেদন করতে পারবেন। ওই ব্যক্তি পোস্ট অফিসের মাধ্যমে এর সুবিধা পেতে পারেন। এই সুবিধা পেতে আবেদন করলে তাকে একটি পার্মানেন্ট রিটায়ার্ড একাউন্ট নাম্বার পাবেন। সেটিই হবে এই স্কিমে সুবিধা পাওয়ার তার ইউনিক আইডি। তার সমস্ত লেনদেন এবং বিনিয়োগ হবে এই নাম্বারের মাধ্যমেই।

এক্ষেত্রে ওই ব্যক্তি নিজের পছন্দ মতো অর্থের পরিমাণ এবং বিনিয়োগের সময় বেছে নিতে পারবেন। এই প্রকল্পে ওই ব্যক্তি সাধারণত ৬০ বছর বয়স থেকে পেনশন পেতে শুরু করবেন। কিন্তু তিনি চাইলে ৭৫ বছর পর্যন্ত টাকা জমাতে পারবেন। সেই জন্য তাকে তার ৬০ বছর বয়স পূর্ণের অন্তত ১৫ দিন আগে স্কিমে নথিভুক্ত করা হয়েছে ওই পোস্ট অফিসে লিখিত জানালে তবেই এই সুযোগ পাবেন।

সরকারী ভাবে এবার পেনশন পাবেন সকলে, সামনে এলো জাতীয় পেনশন যোজনা
সরকারী ভাবে এবার পেনশন পাবেন সকলে, সামনে এলো জাতীয় পেনশন যোজনা

যদি ওই ব্যক্তি অন্তত পক্ষে ১০ বছর পলিসি চালিয়ে থাকেন তবে তিনি চাইলে ৬০ বছর বয়সের আগেই সমস্ত টাকা তুলে নিতে পারবেন। গ্রাহকের মৃত্যু হলে তার নমিনি ওই টাকার উপর ১০০% অধিকার পাবেন। এবং তিনি চাইলে ওই NPS স্কিমটি চালিয়ে যেতে পারেন তবে এক্ষেত্রে তাকে নিজের kyc দিয়ে NPS এ নিজের নাম নথিভুক্ত করাতে হবে এবং তারপর টাকা বিনিয়োগ করা যাবে।

Scroll to Top