এবার বাড়িতে বসেই Flipkart কোম্পানিতে মাসে ৪০,০০০/- টাকার চাকরির সুযোগ।কি কাজ? কীভাবে আবেদন? জানুন – How TO Make Money

এবার বাড়িতে বসেই Flipkart কোম্পানিতে মাসে ৪০,০০০/- টাকার চাকরির সুযোগ।কি কাজ? কীভাবে আবেদন? জানুন

ফ্লিপকার্ট এখন ভারতের অন্যতম একটি অনলাইন শপিং অ্যাপ হয়ে উঠেছে। আর এই ফ্লিপকার্ট এর মতো বড় সংস্থায় এবার মাসিক ৪০০০০ টাকার বেতনের চাকরি করার সুযোগ করে দেয়া হচ্ছে। বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে শুধু মাত্র একটি মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে কাজের সুযোগ। সরাসরি ফ্লিপকার্ট সংস্থাই এই প্রশিক্ষণ দিচ্ছে।কীভাবে প্রশিক্ষণ পাবেন? খরচ? কীভাবে চাকরি হবে আরও অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরতেই আজকের এই প্রতিবেদনটি।

মোট চারটি ভাগে প্রশিক্ষণ দেবে ফ্লিপকার্ট যথা :

  • ওয়ারহাউস প্রশিক্ষণ
  • হোলসেল অপারেটর
  • ডেলিভারি সহযোগী
  • EDAB মডিউল

কীভাবে চাকরি হবে : ফ্লিপকার্ট কোম্পানির থেকে দেওয়া এই প্রশিক্ষণ শেষ হলে একটি কোর্স শেষের শংসাপত্র দেওয়া হবে। ওই শংসাপত্র ই পরবর্তিতে ফ্লিপকার্ট সহ অন্য অনেক কোম্পানিতে কাজের সুযোগ দেবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পোস্ট এবং প্রশিক্ষণের জন্য আবেদন করতে হলে আগ্রহীদের অবশ্যই উচ্চমাধ্যমিক ছাড়াও আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা: আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। এবিষয়ে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে।

আবেদনের নিয়ম : প্রথমে www.flipcartacademy.com ওয়েবসাইটে যেতে হবে। এরপর সমস্ত ফ্রমটি প্রার্থীর তথ্য দিয়ে পূরন করতে হবে এরপর সাবমিট বোতামটি ক্লিক করলেই আবেদন পুরো হবে।

নিয়োগ পদ্ধতি: আবেদনের পর একটি পরীক্ষা নেওয়া হবে আগামী কিছু দিনের মধ্যেই। সেই ফলের বিচার করেই প্রার্থীদের নিয়োগ করা হবে।

Scroll to Top