বিশ্বের প্রথম CNG বাইক লঞ্চ করলো ভারতে, বাজাজের তরফে বড়ো চমক নিয়ে আসছে Bajaj Freedom 125 মোটরবাইক – How TO Make Money

বিশ্বের প্রথম CNG বাইক লঞ্চ করলো ভারতে, বাজাজের তরফে বড়ো চমক নিয়ে আসছে Bajaj Freedom 125 মোটরবাইক

পুরো বিশ্বের টু হুইলারের বাজারে প্রথম সংস্থা হিসেবে বাজাজ নিয়ে এলো CNG চালিত মোটর বাইক। এই CNG কথার অর্থ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস। এই গ্যাসের ব্যবহারে ধোঁয়া উৎপন্ন হয় অন্যান্য জ্বালানি তেলের চেয়ে অনেকাংশে কম। এবং এতে উপস্থিক গ্রিন হাউস গ্যাস কথা CFC বা কার্বন ডাই অক্সাইড এর পরিমাণও কম থাকায় পরিবেশ এর জন্য এই বাইকের ব্যবহার খুব বড় প্রভাব ফেলবে। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া একটি অটো শোতে এই বাইকটি সদ্য লঞ্চ করা হয়েছে। তবে পেট্রোলেও চলবে গাড়িটি।

বাজাজই প্রথম সংস্থা যাঁরা এই ধরনের মোটর বাইক নিয়ে এলো। আপাতত শুধুমাত্র ভারতের বাজারেই এর দেখা মিলবে। ১২৫ সিসির এই বাইকটির মডেলের নাম রাখা হয়েছে ফ্রিডম ১২৫। যদি ক্রেতারা পছন্দ করেন তবে এর আরো অনেক উন্নত মডেল লঞ্চের কথা ভাববে সংস্থা।

জানা যাচ্ছে বাইকের হ্যান্ডেলেই একটি সুইচের মাধ্যমে জ্বালানির মাধ্যম বেছে নেওয়া যাবে। এতে থাকছে দুই লিটারের একটি সিএনজি ট্যাংক। প্রতি লিটারে ১৫০ কিলোমিটার পথ যাবে এই বাইকটি।সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গরকরি বলেছেন যদি এই বাইক বাজারে চলে তবে প্রতি কিলোমিটার চলার খরচ এক টাকায় এসে দাঁড়াবে।

এর বিশেষত্ব গুলির মধ্যে অন্যতম হলো এতে দেওয়া হয়েছে লম্বা সিট। ভারতের বাজারে দূষণ নিয়ন্ত্রক যানবাহনের গুরুত্ব বাড়ার ফলে বাজাজ এই মডেলের বাইক লঞ্চ করতে চেয়েছে। তবে যেহেতু ভারতে CNG পাম্পের সংখ্যা কম তাই ক্রেতাদের বিপদে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। এর মূল্য সম্পর্কে পরিষ্কার কিছু জানা না গেলেও সূত্র মারফত জানা গেছে এর মূল্য ৯৫ হাজার থেকে শুরু হতে পারে।

Scroll to Top