মানুষের জন্ম, পড়াশুনো, চাকরিজীবনে প্রবেশ, অবসরের পর পেনশনের সুবিধা খুব স্বাভাবিক শুনতে লাগলেও এই বিশাল দেশে খুব কম মানুষের সরকারি চাকরির সুযোগ হয়। তাই ধরে নেওয়া যায় ভারতে সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি , ব্যবসায়ী বা দিন মজুরের সংখ্যা বেশি। কোনো পেশাই ছোট নয়। সবার ভালো ভাবে বাঁচার অধিকার রয়েছে। যাদের পেনশনের সুবিধা থাকেনা তাদের থাকে ভবিষ্যতের চিন্তা। বয়স বাড়লে কর্মক্ষমতা চলে গেলে কিভাবে দিন কাটবে এটা একটি বড় দুশ্চিন্তা হয়ে ওঠে মানুষের।
আর তাই অল্প বিনিয়োগে ভালো ভবিষ্যতের ঠিকানা রইলো বং গাইডারের পক্ষ থেকে। মিউচুয়াল ফান্ড দীর্ঘ মেয়াদী বিনিয়োগের সর্ব বিশ্বস্ত ঠিকানা। যার দারুন সব রিটার্নের পরিমাণে গ্রাহকদের জীবন গুছিয়ে উঠছে। এবার এরকমই একটি পরিসংখ্যান দেবো আমরা।
SIP ক্যালকুলেটরে দেখানো হচ্ছে যদি কোনো ব্যক্তি তার ৩০ বছর বয়স থেকে মাসিক ১০০০ টাকা জমাতে শুরু করেন তবে তার অবসরের বয়স অর্থাৎ ৬০ বছর বয়সে রিটার্ন পেতে পারেন কম করে ৩৫ লক্ষ টাকা। একদম ঠিক দেখেছেন ৩৫ লক্ষ টাকা ! এর জন্য মাসে মাসে বিনিয়োগ করে যেতে হবে ১০০০ টাকা।

মোট ৩০ বছরের বিনিয়োগে ১০০০ টাকার মাসিক সঞ্চয়ে জমবে মাত্র ৩ লক্ষ ৬০ হাজার টাকা। আর সুদ মিলবে এক পাহাড় সমান যা প্রায় ৩১ লক্ষ ৫০ হাজার টাকার বেশি। আর এই জন্যই ওই ব্যক্তি তার ৬০ বছর বয়সে রিটার্ন পাবেন ৩৫ লক্ষ টাকার বেশি। যা জমানো টাকার ১০ গুণ। অন্য কোনো সংস্থায় বিনিয়োগ বা জীবন বীমায় এই সুযোগ কম তাই অবসর গোছাতে আজই শুরু করতে পারেন ১০০০ টাকার মাসিক বিনিয়োগ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে।