ভারতের বিনিয়োগের বাজারে সকলের পছন্দের এবং ভরসার অন্যতম বিনিয়োগের মাধ্যম হিসেবে উঠে আসছে মিউচুয়াল ফান্ডের নাম। একের পর এক ধমকাদার রিটার্ন দিয়ে কার্যত গ্রাহকদের মন কেড়ে নিয়েছে এই মাধ্যমটি। এর উপর উপরি পাওনা এর ইনভেস্টমেন্ট প্রসেস। বিনিয়োগকারী চাইলে প্রতি দিন, মাসে, তিন মাস অন্তর , বছরে বা এক কালীন বিনিয়োগ করতে পারবেন।
এক্ষেত্রে নেই কোনো অর্থের নির্দিষ্ট পরিমাণ। নূন্যমত সীমা নির্দিষ্ট করা হয়েছে সাধারণের কথা ভেবেই। যদি কোনো গ্রাহক মিউচুয়াল ফান্ডের প্রতিদিনের বিনিয়োগ প্ল্যান বেছে নেন তবে অনলাইন পেমেন্টের মাধ্যমে নূন্যতম ২১ টাকা থেকে ১০০১ টাকা পর্যন্ত প্রতিদিনের বিনিয়োগ করা যায়। আবার কোনো ব্যক্তি মাসের হিসেবে টাকা জমা করতে চাইলে ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। ত্রৈমাসিক, এককালীন এবং বাৎসরিক ক্ষেত্রে এরকম কোনো বিধি নিষেধ তেমন নেই।
তবে গ্রাহকদের বেশি পছন্দের বিনিয়োগ হলো মাসের হিসেবে বিনিয়োগ। অর্থাৎ মাসিক SIP এখন গ্রাহকদের অতি পছন্দের একটি স্কিম হয়ে উঠেছে। এক্ষেত্রে ১২% গড় সুদ দেওয়া হয় প্রতি বছরের হিসেবে। প্রথম বছরের পর চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। মাঝে মাঝে নির্দিষ্ট কিছু ফান্ডে সুদের হার বেড়ে ৯০-৯৫% পর্যন্ত হতে পারে। আর এই সুবিধার জন্যই মানুষ বেছে নিচ্ছে মিউচুয়াল ফান্ডকে।

তবে বিনিয়োগ স্বল্প সময়ের জন্য করলে সুদের হারে প্রাপ্ত টাকার বৃদ্ধি তেমন চোখে পড়েনা। তাই উজ্জ্বল এবং মজবুত ভবিষ্যত পেতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে বলছেন বিশেষজ্ঞরা। কারণ মিউচুয়াল ফান্ড এক প্রকার শেয়ার বাজারের উপর নির্ভর করে চলে। স্বল্প সময়ের বিনিয়োগে বাজারের ওঠানামার প্রভাব বেশি থাকে। মোটামুটি ১০ বছর বা তার বেশি সময়ের বিনিয়োগে থাকে স্বল্প বাজারের ওঠা নামার ঝুঁকি তাই দীর্ঘ মেয়াদে মুনাফাও হয় বেশি।