Heat Wave: তাপপ্রবাহের অ্যালার্ট! ভেবেচিন্তে পা বাড়াতে হবে দক্ষিণবঙ্গের এই ৫ জেলার বাসিন্দাদের – How TO Make Money

Heat Wave: তাপপ্রবাহের অ্যালার্ট! ভেবেচিন্তে পা বাড়াতে হবে দক্ষিণবঙ্গের এই ৫ জেলার বাসিন্দাদের

শীত সবেমাত্র দক্ষিণবঙ্গ ছেড়ে গরম পড়ছে। কিন্তু প্রথম ইনিংসে যেভাবে উত্তাপ তার শক্তি দেখাতে শুরু করেছে তা দক্ষিণবঙ্গবাসীদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা এপ্রিল মাসের ১ তারিখ থেকেই তরতড়িয়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। (Heat Wave) কোন কোন জেলার তাপমাত্রা ৪১°। আর এসবের মধ্যেই এবার জারি হয়ে গেল তারপর প্রবাহের সর্তকতা।

মূলত দক্ষিণবঙ্গের ৫ জেলার জন্য তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। (Heat Wave) সোমবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টেই দেখা যাচ্ছে, টানা তিন দিন তারপর প্রবাহ চলবে দক্ষিণবঙ্গের ৫ জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পরিস্থিতিও যে খুব একটা ভালো থাকবে তা নয়।

সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা খুব বেশি ছিল এবং অস্বস্তিকর পরিস্থিতি সারা দিন ধরে বজায় ছিল। তবে এদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি ছিল না। (Heat Wave)যদিও বিকেলে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি দেখা গেছে। পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবারের মতোই একই রকম পরিস্থিতি থাকবে মঙ্গলবার।

মঙ্গলবারের পর বুধবার থেকে তাপপ্রবাহ শুরু হবে। ওই দিন দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ দেখা যাবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির অবস্থাও সঙ্কটজনক থাকবে। (Heat Wave) কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।তরতড়িয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সারাদিন উষ্ণ আবহাওয়া এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। একই রকম পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত। অর্থাৎ পাঁচ জেলায় টানা তিন দিন তাপপ্রবাহ চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Heat Wave
Heat Wave

অন্যদিকে মঙ্গলবার মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রী থাকবে বলে জানানো হয়েছে। বাকি জেলাগুলির ক্ষেত্রে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি, পশ্চিম বর্ধমানের ৩৯°, পুরুলিয়ার ৪০ ডিগ্রী, বাঁকুড়ার ৪১°, পূর্ব বর্ধমান ৩৮ ডিগ্রি, পশ্চিম মেদিনীপুর ৩৯°, পূর্ব মেদিনীপুর ৩৭ ডিগ্রী, হাওড়া ৩৭ ডিগ্রী, কলকাতা ৩৭ ডিগ্রী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ ও ৩৬° এবং নদিয়ায় ৩৮°।

প্রয়োজনীয় লিঙ্ক:

Whatsapp GroupJoin Now
Telegram GroupJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top