Aadhar Franchise:সাম্প্রতিক সময়ে প্রয়োজনীয় নথিপত্রগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে আধার কার্ড। যেকোনো অফিসিয়াল কাজকর্মেই আধার কার্ড বাদ্ধতামুলক। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের শাখাগুলিতেও টাকা তোলা-ফেলার ক্ষেত্রেও আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করা হচ্ছে। হাতের ছাপ না মিললে ছুটতে হচ্ছে আধার কেন্দ্রে। আবার নতুন করে আপডেট করতে হচ্ছে আধার কার্ড। ফলেই কেউ যদি নতুন ব্যবসার চিন্তাভাবনা করেন তাহলে তাদের জন্য আধার ফ্রাঞ্চাইজি বা সেবা কেন্দ্র (Aadhaar Franchise) ওপেন করার একটা দারুণ সুযোগ রয়েছে। যেখান থেকে মাস শেষে ভালো পরিমাণ অর্থ রোজগারকরার সুযোগ রয়েছে। কিভাবে করবেন জানতে হলে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
তবে এই আধার ফ্রাঞ্চাইজি (Aadhaar Franchise) খোলার জন্য সকলে অনুমতি পায় না। এর জন্য আগে একটি লাইসেন্স নিতে হয়। তবে এমনি এমনি লাইসেন্স পাওয়া যায় না। UIDAI-এর অধীনে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবে এই লাইসেন্স পাওয়া যায়। তার জন্য অনলাইনে আবেদন করতে হয়। আসুন লাইসেন্স পাওয়ার জন্য আবেদনের নিয়মাবলী জেনে নেওয়া যাক।
কিভাবে আধার লাইসেন্সের পরীক্ষায় আবেদন করবেন?
- প্রথমে click here এই ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র দিয়ে Login Id তৈরি করতে হবে। তারপর সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করলে একটি নতুন ফর্ম বেরোবে। প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সেই ফর্ম পূরণ করে ছবি, সিগনেচার আপলোড করে সবকিছু দেখে নিয়ে সাবমিট করতে হবে। এমনকি আপনি কোন ভেন্যুতে পরীক্ষা দিতে চান সেটাও বাছাই করে নিতে পারেন। তারপর পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করলে একটি রশিদ দেওয়া হবে। যা ডকুমেন্ট হিসেবে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন।
- এরপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করলেই আধার ফ্রাঞ্চাইজির লাইসেন্স পাওয়া যাবে। এরপর এমন একটি জায়গা বেছে নিতে হবে যেখানে শুধুমাত্র আধার কেন্দ্র খোলার যাবতীয় জিনিসপত্র থাকবে। যেমন আইরিস স্ক্যানার, কম্পিউটার, ওয়েবক্যাম, চেয়ার-টেবিল ইত্যাদি। যার জন্য খরচ করতে খুব বেশি অর্থের প্রয়োজন পড়ে না। তবে ঠিকঠাকভাবে আধার কেন্দ্র যদি চলে তাহলে মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করা যায়।
- আধার ফ্রাঞ্চাইজি (Aadhaar Franchise) ওপেন করলে যে যে কাজগুলি করতে পারবেন তা হল আধার কার্ডের মোবাইল নম্বর আপডেট, ভুল ঠিকানার সংশোধন, ইমেইল আইডি আপডেট, আধারের ছবি পরিবর্তন করা, জন্ম তারিখ, মোবাইল নম্বর ভুল থাকলে সংশোধন করা, নতুন আধার কার্ড তৈরি করা প্রভৃতি।
প্রয়োজনীয় লিঙ্ক:
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
টেলিগ্রাম চ্যানেল | Join Us |
ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজ | Follow Us |
Post Disclaimers
‘bongguider.com‘ একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ – [email protected]