LIC-র ডেথ ক্লেম কিভাবে করবেন? জেনে নিন পদ্ধতি – How TO Make Money

LIC-র ডেথ ক্লেম কিভাবে করবেন? জেনে নিন পদ্ধতি

১/৫) প্রতিটি মানুষই চান নিজের কষ্ট করে উপার্জন করা টাকা নির্দিষ্ট কোন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ করে রেখে ভবিষ্যতের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করতে। সাধারণ মানুষের আর্থিক নিশ্চয়তা প্রদান করতে যেমন ব্যাংক এবং পোস্ট অফিসের ভূমিকা অপরিসীম, ঠিক তেমনি বর্তমানে বিভিন্ন বীমা সংস্থাও অর্থ বিনিয়োগকারী ব্যক্তিদের নির্দিষ্ট সময় পর মোটা টাকা রিটার্ন দিয়ে তাদের অর্থনৈতিক দিকগুলির উন্নতি ঘটাচ্ছে। আমাদের চারপাশে বহু বীমা সংস্থা থাকলেও সাধারণ অর্থ বিনিয়োগকারীদের কাছে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্যতার স্থান দখল করে নিয়েছে এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগম। 

২/৫) এলআইসি তার গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। সমাজের সমস্ত ধরনের মানুষদের জন্যই এলআইসি বিভিন্ন ধরনের পরিকল্পনা চালু করে রেখেছে। এলআইসির অন্যতম একটি সুবিধা হল এর বেশিরভাগ স্কিম গুলিতেই রয়েছে ডেথ ক্লেম অপশন। যার মাধ্যমে অর্থ বিনিয়োগকারী ব্যক্তির মৃত্যু হলে তার নমিনি ডেথ ক্লেম এর মাধ্যমে সেই অর্থ লাভ করার সুবিধা পাবেন। আজ এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।

ডেথ ক্লেম পদ্ধতি কি?

৩/৫) ভারতের সর্ববৃহৎ বীমা সংস্থা এলআইসি গ্রাহকদের সুবিধার জন্য এই ডেথ ক্লেম পরিষেবাটি চালু করেছে। এর মাধ্যমে পলিসি ধারক গ্রাহকের মৃত্যু হলে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে তার নমিনি পলিসির টাকা লাভ করতে পারেন। 

LIC-র ডেথ ক্লেম কিভাবে করবেন

ডেথ ক্লেম এর মাধ্যমে নমিনির টাকা পাওয়ার পদ্ধতি:-

৪/৫) এলআইসির প্রায় প্রতিটা স্কিমের ক্ষেত্রেই নমিনি থাকা বাধ্যতামূলক। অর্থ বিনিয়োগকারী ব্যক্তির মৃত্যু হলে নমিনি সেই বিনিয়োগ করা অর্থের দাবিদার হতে পারেন। তবে বিনিয়োগকারীর মৃত্যুর পর পলিসির টাকা পেতে গেলে বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়। দেখে নিন সেই পদ্ধতি গুলি।

১) পলিসি ধারকের মৃত্যু হলে নমিনির অ্যাকাউন্টে যাতে পলিসির সমস্ত টাকা ট্রান্সফার করা হয় সেই উদ্দেশ্যে প্রথমেই নমিনিকে স্থানীয় এলআইসি অফিসে ডেথ ক্লেম এর জন্য করতে হয় এবং NEFT সহ  আরো ফর্ম কয়েকটি ফর্ম পূরণ করতে হয়।

২) ফর্ম গুলি সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর এর সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র সংযুক্ত করতে হয়। এক্ষেত্রে যে নথি গুলি অবশ্যই প্রয়োজন সে গুলি হল মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট (death certificate), পলিসি বন্ড, আধার কার্ড(Aadhaar Card), ভোটার কার্ড (Voter Card) এবং নমিনির আধার কার্ড, নমিনির ভোটার কার্ড, নমিনির প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স  (Driving Licence)  ইত্যাদির জেরক্স এবং সেই সঙ্গে নমিনির স্বাক্ষর প্রয়োজন।

৩) নমিনিকে বীমা সংস্থার কাছে জমা দেওয়ার জন্য একটি আবেদন পত্র লিখতে হবে। যে আবেদনপত্রে পলিসের টাকা পাওয়ার আবেদন করার পাশাপাশি পলিসি গ্রাহকের মৃত্যুর কারণ, স্থান, তারিখ ইত্যাদি উল্লেখ করে দিতে হবে।

৪) NEFT ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে নমিনির ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স এবং ক্যান্সেল চেক।

টাকা পাওয়ার সময়সীমা:-

৫/৫) এলআইসির ডেথ ক্লেম পদ্ধতির মাধ্যমে মৃত অর্থ বিনিয়োগকারী ব্যক্তির বীমাকৃত টাকা লাভ করার জন্য নমিনিকে খুব বেশিদিন অপেক্ষা করতে হয় না। সমস্ত নথিপত্র এবং ফর্ম গুলি সঠিক ভাবে পূরণ করে এলআইসি জীবন বীমা কোম্পানির কাছে জমা দিলে সংস্থা তরফ থেকে সমস্ত নথিপত্র গুলি যাচাই করা হয়। এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই নমিনির ব্যাংক একাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। আর এই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মোটামুটি এক মাস।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top